পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

रे ३ পুরোহিত্ব-দ্বগণ । , ১ম খণ্ড । মনসা হৃদ। তথৈব সাধকে লোকে চান্তর্যাগপরায়ণঃ। ইতি যুওমৃালাতন্ত্ৰে । - | (. হৃদয়ে প্রার্থনীমুদ্রা স্থাপনপূর্বক বাহপূজার উপচার উপকরণাদি এবং উল্লিখিত ক্রমস্বারা মানসপুজা করিতে হয়। বাক্য, মন ও হৃদয় দ্বারা মানস পুজা করিবে । বিশেষার্ঘ্য স্থাপন । পূজক নিজের বামদিকে চতুষ্কোণ মণ্ডল করিয়া সেই চতুষ্কোণ মণ্ডলের মধ্যে একটী বৃত্ত এবং তাহার মধ্যে একটী ত্রিকোণ মণ্ডল করিবে এবং সেই ত্রিকোণ মণ্ডলের মধ্যে “হু” এই বীজমন্ত্র লিখিয়া অৰ্চনা করিপে । যথা— এতে গন্ধপুষ্পে ওঁ তাধাবশক্তয়ে নমঃ, ওঁ কুৰ্ম্মায় নমঃ, ওঁ অমস্তায় নমঃ, ওঁ পৃথিব্যৈ নমঃ । তৎপবে উহার উপরে ত্রিপদিক আরোপণ করিয়। “হুং ফটু” এই মন্ত্রে শঙ্খ ধুইয়। মণ্ডলের উপর রাখিবে । মূলমন্ত্রে শুদ্ধজল উহাতে দিয়া—“মং বহ্নিমণ্ডলায় দশকলাত্মনে নমঃ” এই মস্ত্রে ত্রিপদিকয়—“অং অৰ্কমণ্ডলীয় দ্বাদশকলাত্মনে নমু" এই মন্ত্রে শঙ্গে—“উং সোমমণ্ডলায় ষোড়শকলাত্মনে নমঃ”— এই মন্ত্রে জলে পূজা করিবে । তদনন্তর শঙ্খস্থ জল তিনভাগ করিয়া মূলমন্ত্রে গন্ধপুষ্প দিয়া পুষ্প, দুৰ্ব্বা, গন্ধ ও তণ্ডুলাদিতে অৰ্ঘ্য সাজাইয়৷ তদুপরি রাখিয়া ধেমুমুদ্রা দ্বারা অমৃতীকরণ, মৎস্তমুদ্রায় আচ্ছাদন, তৎপবে অঙ্কুশমুদ্র দ্বারা জল শোধন করিবে । মন্ত্র যথা—“ওঁ গঙ্গে চ যমুনে চৈব গোদাবরি সরস্বতি । মৰ্ম্মদে সিন্ধু কাবুেরি জলেহস্মিন সন্নিধিং কুরু ॥” Q. অনন্তর আটবার মূলমন্ত্র জপ করিয়া স্বীয় হৃদয় হইতে দেবতাকে সেই জলে - আবাহন করতঃ "ছু" এই অবগুণ্ঠনমস্ত্রে যথাবিধি মুদ্রা দেখাইবে । দেবতাবিশেষে যাহা বিশেষ আছে, তাল তত্তৎপদ্ধতিতে লিখিত হইবে। তদনন্তর অঙ্গন্যাস ও করন্যাস করিয়া সেই অর্ঘ্যপাত্রের জল প্লোক্ষণীপাত্রে লইয়া সেই জল নিজ মস্তকে ও পূজার উপকরণাদিতে অভূক্ষণু করিবে । ( ছিটাইয়৷ लिट्टू ! ) o জপনিয়ম । ... " স্ত্রীদেবতার জপ শক্তিমালাক্রমে ও পুরুষদেবতার ಕ್ಲ” শৈলমালাক্রমে क्लब्लिट्टद }