পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৪৫৮
পুরোহিত-দর্পণ।
৩য় খণ্ড ।

শোভনে দেবি চতুরস্রে মহীতলে । সুভগে পুত্রদে দেবি গৃহে কাশ্যপি রম্য তাম্ | অব্যঙ্গে চাক্ষতে পূর্ণ মুনেশ্চাঙ্গিরসঃ সুতে। তুভ্যং কৃতা ময়া পূজা সমৃদ্ধিং গৃহিণঃ কুরু ॥ বসুন্ধরে বরারোহে স্থানং মে দীয়তাং শুভে । ত্বৎপ্রসাদাম্মহাদেবি কাৰ্য্যং মে সিধ্যতাং দ্রুতম্ ॥ মাষভক্ত বলি লইয়া দিবে, মন্ত্র যথা,—ওঁ অগ্নিভ্যোইপ্যথ সৰ্পেভো যে চান্তে তৎসমাশ্রিতাঃ । তেভো বলিং প্রযচ্ছামি পুণ্যমোদনমুত্তমম্। ভূতানি রাক্ষস বাপি যেহত্র তিষ্ঠন্তি কেচন । তে গৃহ্নস্তু বলিং সর্বে বাস্তং গৃহ্নাম্যহং পুনঃ । ভূত-প্ৰণামমন্ত্ৰ—ভুতানি যানীহ বসত্তি তানি বলিং গৃহীত্ব বিধিনোপপাদিতম । অন্যত্র বাসং পরিকল্পয়ন্তু ক্ষমন্তু তানীহ নমোহস্তু তেভ্যঃ ॥ পরে পূৰ্ব্বোক্ত গৰ্ত্তমধ্যে কিম্বা জলপূর্ণ ঘটে দধি দুৰ্ব্বা আতপতঙুল পুষ্প ফল আম্রপল্লবসংযুক্ত অৰ্ঘা লইয়া বাস্তুদেবকে দিবে,—“ইদমর্ঘ্যং ওঁ বাস্তোপতয়ে নমঃ ।” “ওঁ শিল্পাচার্য্যায় দেলায় নমস্তে বিশ্বকৰ্ম্মণে স্বাহা" উচ্চারণ পুৰ্ব্বক,—“ও বিশ্বকৰ্ম্মণে নমঃ” মন্ত্রে পূজা করিবে । পরে, কৃতৈতৎ গৃহারস্তকৰ্ম্মণঃ সাঙ্গতাৰ্থং—ইত্যাদিক্ৰমে দক্ষিণাস্ত করিয়া বলিবে,—“ওঁ বাস্তু দেবগণাঃ সৰ্ব্বে পূজামাদায় যাজ্ঞিকাম্। ইষ্টকাম-প্রসিদ্ধাৰ্থং পুনরাগমনায় চ ॥” পরে সূত্রপাত নিমিত্তক প্রদক্ষিণ ক্ৰমে খোটা পুতিয়া মন্ত্র পড়িবে, যথা—“ওঁ বিশস্তু তেহতলে নাগা লোকপালাশ্চ কামগাঃ । গৃহে তমিংশচ তিষ্ঠন্তু আয়ুৰ্ব্বলকরাঃ সদা ॥” পরে ঈশানদিক্রমে তিনবার স্বত্রদ্বারা বেষ্টন করিলে। পূৰ্ব্বোক্ত গৰ্ত্তে একখানি অভয় ইট রাখিয়া উহার উপর দধি, দুৰ্ব্বা, পুষ্প ও তণ্ডুল মৃত্তিকা দিয়া স্তস্তারোপণ করিবে । মন্ত্র যথা—ঘথাচলো গিরির্মেরুহিমবাংশ্চ যথাচলঃ । শুভায় ভো গৃহস্তস্ত তথা ত্বমচলো ভব। ப_ம் গৃহপ্রবেশ । কৰ্ত্ত নিত্যপূজাদি সমাধা করিয়া গন্ধ মাল্যাদি ধারণ করতঃ ব্রাহ্মণকে স্বর্ণদান করিয়া, দধ্যক্ষত আস্রদল ও ফলযুক্ত জলপূর্ণ কলসী এবং ব্রাহ্মণদিগকে অগ্রে করিয়া, গোপুচ্ছ স্পর্শ করিতে করিতে গৃহগমন করিবেন। গৃহিণীও কর্তার বামপাশ্বে থাকিয়া বামকক্ষে জলপূৰ্ণকলসী এবং মস্তকে ধান্ত-পূর্ণ কুল। ইয়া স্বামীর সহিত গৃহে যাইবেন।