পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৪৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড ] , সমাবর্তন । 密 8નાહ তদনন্তর অম্বারস্তপূর্বক মহাব্যাহতি হোম করিবে—“ওঁ ভূঃ স্বাহা । ইদং क्रूः । डै छ्रुवः श्वiश । श्लश् छूदः । ॐ वः श्रीश ।। ३ण५ वः" ॥ অতঃপর উপনয়নকৰ্ম্মোক্ত ক্রমে প্রায়শ্চিত্ত হোম করিয়া প্রজাপত্য হোম করিবে—“ওঁ প্রজাপতয়ে স্বাহা । ইদং প্রজাপতয়ে । ওঁ অগ্নয়ে স্বিষ্টিকৃতে স্বাহা ॥৫ ইদমগ্নয়ে স্বিষ্টিকৃতে”। অতঃপর ব্ৰহ্মদক্ষিণ দান করিয়া আচাৰ্য্য পুৰ্ব্বমুখে উপবিষ্ট হইয়া ব্রহ্মচারীর মুখের দিকে দৃষ্টিপাত করিয়া থাকিবেন। ব্রহ্মচারী প্রত্যযুখে বসিয়া দক্ষিণ হস্তদ্বারা আচার্য্যের দক্ষিণ পদ এবং বাম হস্তদ্বারা বাম পদ ধারণপূর্বক আচার্য্যের মুখের প্রতি দৃষ্টি করিয়া থাকিবে । আচাৰ্য্য ওঙ্কার ব্যাহৃতিপূর্বক বেদ অধ্যাপনা করিবেন। প্রথম বার পদাবচ্ছেদে, দ্বিতীয় বার অন্ধাবচ্ছেদে এবং তৃতীয় বারে সমস্ত পাঠ করতঃ ব্রহ্মচারীকে পাঠ করাইবেন ; যথা—ওঁ,অগ্নিৰ্মীলে পুরোহিতং যজ্ঞস্য দেবমৃত্বিজম্‌। হোতারং রত্নধাতমমৃ ॥১ ওঁ ইষে ত্বোর্জে ত্বা বায়বঃ স্থ দেবো বঃ সবিতা । প্রাপীয়তু শ্রেষ্ঠত্বমায় কৰ্ম্মণে ॥ ২ ॥ ওঁ অগ্ন আ য়াহি বীতয়ে গুণানো হব্যদাতয়ে । নি হোতা সৎসি বহিষি ॥ ৩ ॥ ওঁ শস্নো দেবীরভিষ্টয় আপো ভবন্তু পীতয়ে। শং যোরভি অবস্তু ন8 || 8 | তদনন্তর শান্তি, আশীৰ্ব্বাদ, দক্ষিণ ও অচ্ছিদ্রাবধারণ করিবে । সমাবর্তন । ব্রহ্মচারী নিবন্ধোক্ত কালে আচার্য্যকে দক্ষিণা দিয়া বলিবেন,—“গুরো স্বাস্যামি” । আচাৰ্য্য বলিবেন,—“স্বাহি” । তৎপরে বিবাহ পদ্ধতির নিয়মামুসারে গৌর্য্যাদি-ষোড়শমাতৃকা-পূজা, বসুধারা ও বৃদ্ধিশ্রাদ্ধ সম্পন্ন করিয়া ব্রহ্মচারী আচাৰ্য্য-সমীপে ছায়ামণ্ডপে তাহার উত্তর দিকে উপবেশন করিবে । আচাৰ্য্য—“আগ্নে ত্বং তেজোনামাসি”—“তেজোনামাগ্নে ইহাগচ্ছাগচ্ছ”— ইত্যাদিক্ৰমে আবাহনপূর্বক “এতৎ পাদ্যং ওঁ তেজোনায়ে অগ্নয়ে নমঃ’i— এইরূপে পুজা ও অগ্নিস্থাপন করিবেন। নিম্ন দ্রব্যগুলি সঞ্চয় করিবে, যথা— প্রাগগ্র কুশোপরি পশ্চিমদিক্রমে পবিত্র জলপূর্ণ আম্রপল্লবমুখ সকুশ আটটি কলসী, উডুম্বর কাষ্ঠনিৰ্ম্মিত দ্বাদশাজুল পরিমিত দন্ত-কাষ্ঠ, পিষ্টতিলপিও, সুগন্ধি দ্রব্য, পরিখানার্থ ও উত্তীয়াৰ্থ নুতন বস্ত্রদ্বয়, উষ্ণীষার্থ নববস্ত্র, যজ্ঞো পবীত, পুপ, স্বর্ণকুলণ্ডৰয় অঞ্জন, দর্পণ, ছত্র, পাহুকাযুগল,বৈশবাও প্রভৃতি স্থাপন করতঃ পুৰ্ব্বং "পূর্বক আবার শাখারাজ্যভাগ হোম ও ‘. . . . . *ës ‘. . . . . . . . . . . . $ #, ". . . த ஆ _