পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় খণ্ড । দীক্ষ-প্রকরণ । d२१ মন্ত্রদান ও ক্রিয়া দর্শাইয়া শিক্ষা দিয়া সংসারত্রাণ করিতে সমর্থ এবং শাপাদিদ্বারা সংহারকরণক্ষম, তাদৃশ ব্যক্তিই গুরুপদের যোগ্য । তপঃ সম্পন্ন সত্যবাদী গৃহস্থগণই গুরু বলিয়া অভিহিত হইবেন। নিগমকল্পক্রমে উক্ত হইয়াছে, “গুরু বিদ্বান হউন, অথবা বিদ্যাহীন হউন, তাহাকে দেবতাজ্ঞানে পূজা করিবে এবং সৎপথাবলম্বী হউন, অথবা অসৎপথাবলম্বী হউন, তদ্ভিন্ন অঙ্গ গতি নাই” –ইহাতে বুঝা যায়, কুলগুরু পরিত্যাগ করা বিধেয় নহে । এরূপস্থলে কুলগুরুর নিকটে দীক্ষিত হইয়া শিক্ষা গুরুর নিকটে উপদেশ লইতে হইবে । কিন্তু নিম্নপ্রকারের কুলগুরু হইলে তাহা পরিত্যাগ করা শাস্ত্রবিহিত । ক্রিয়াসার সমুচ্চয়ে উক্ত হইয়াছে,— শ্বিত্রী চৈব গলৎকুণ্ঠী নেত্ররোগী চ বামনঃ । কুনখী শুবদন্তশ্চ স্ত্রীজিতশ্চাধিকাঙ্গকঃ ॥ হীনাঙ্গঃ কপটী রোগী বহুবাশী বহুজল্পকঃ ॥ এতৈর্দোষৈবিমুক্তো যঃ স গুৰুঃ শিষ্যসম্মতঃ ॥ “যাহার শরীরে শ্বিত্ররোগ, গলৎকুষ্ঠরোগ বা নেত্ররোগ আছে, যে ব্যক্তি বামন, যাহার কুনখরোগ আছে, যে শুবদন্ত, যে স্ত্রী-বশীভুত, অধিকাঙ্গ, হীনাঙ্গ, কপটী, চিররোগী, বহুভোক্ত এবং বহুভাষী, তাদৃশ ব্যক্তিকে গুরু করিবে না । যিনি এই সমস্ত দোষ পরিশৃষ্ঠ, তাহাকে শিষ্যসম্মত গুরু বলিয়া জানিবে । জামলে উক্ত হইয়াছে,— অভিশপ্তমপুত্রঞ্চ কদৰ্থং কিতবং তথা । ক্রিয়াহানং শঠঞ্চাপি বামনং গুরুনিন্দকম্ ॥ _. “যে ব্যক্তি অভিশাপগ্ৰস্ত, পুত্রহীন, কুৎসিতাকৃতি, ধূৰ্ত্ত, সংক্রিয়াবিহীন, শঠ, বামন, গুরুনিন্দুক, জন্মদোষী, রক্তবিকারী এবং সৰ্ব্বদ মাৎসৰ্য্যযুক্ত, তাদৃশ ব্যক্তিকে গুরু কীরবে না"। অনস্তর শিষ্য-লক্ষণ কথিত হইতেছে,— শাস্তে বিনীতঃ শুদ্ধাত্ম শ্রদ্ধাবান ধারণক্ষমঃ । সমর্থশ্চ কুলীনশ্চ প্রাজ্ঞঃ সচ্চরিতে যতিঃ । এবমাদিগুণৈযুক্তঃ শিষ্যে ভবতি নান্তথা ॥ শমাদিগুণযুক্ত, বিনয়ী, শুদ্ধস্বভাব, শ্রদ্ধাবান, ধৈর্য্যশীল, সৰ্ব্বকৰ্ম্মসমৰ্থ, সদ্বংশজাত, অভিজ্ঞ, সচ্চরিত্র এবং যত্যাচারযুক্ত ব্যক্তি শিষ্যপদবাচ্য । ইহার বিপরীত আচারযুক্ত ব্যক্তি শিল্প বলিয়া জানিবে। L