পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ খণ্ড । শ্ৰাদ্ধকাণ্ড । (oboe - পূরকপিণ্ড-দানাধিকারী। “অসগোত্রঃ সগোত্রা বা যদি স্ত্রী যদি বা পুমান। যশ্চাগ্নিদাতা প্রেতস্ত । পিণ্ডং দদ্যাৎ স এব হি ॥” ইতি স্বাৰ্ত্তং । অসগোত্র কিম্বা সগোত্র, স্ত্রী কিম্বা পুরুষ যিনিই মৃতের অগ্নিদান করিবেন (মুখাগ্নি করিবেন ), তিনিই পূর্বকপিণ্ড দান করিবেন। “দাহকস্ত ত্বসামর্থ্যে পিণ্ডং দেয়ং সুতাদিন৷”—ইতি স্মার্তঃ । দাহক যদি পূর্বকপিণ্ডদানে অসমর্থ হয়, তবে শ্ৰাদ্ধাধিকারী পুত্ৰাদি পুরকপিণ্ড দিবে। ձ, সপিণ্ডাদি বিচার । 幅 “লেপভাজশ্চতুর্থাদ্যাঃ পিত্রাদ্যাঃ পিণ্ডভাগিনঃ । পিণ্ডদঃ সপ্তমস্তেষাং সাপিণ্ড্যং সাপ্তপৌরুষমৃ ॥” ইতি মৎস্য-পুরাণম্ । আপন হইতে গণনা করিয়া উৰ্দ্ধে তিনপুরুষ পিণ্ডভাগী এবং তদুদ্ধে তিন পুরুষ লেপভুক । পিতা, পিতামহ, প্রপিতামহ এই তিনপুরুষ পিণ্ডভাগী এবং : বুদ্ধ-প্রপিতামহ, অতিবৃদ্ধ-প্রপিতামহ ও অত্যতিবৃদ্ধ-প্রপিতামহ এই তিনপুরুষ লেপভুকু অর্থাৎ পিণ্ডদান করিয়া হস্তে যাহা লাগিয়া থাকে, সেই হস্ত লেপ পিণ্ডের উপরে দিতে হয় —আপন হইতে এই সাতপুরুষ সপিণ্ড ।—অর্থাৎ যে পিণ্ড দেয়, তাহার সহিত তাহার অত্যতিবৃদ্ধ-প্রপিতামহ পর্য্যস্ত সাত পুরুষের সপিণ্ডত্ব আছে । “সপিণ্ডতা তু পুরুষে সপ্তমে বিনিবৰ্ত্ততে। সমানোদকভাবস্তু জন্মনাম্নোরবেদনে । সমানোদ কভাবস্তু নিবৰ্ত্তেতাচতুর্দশাৎ ॥” ইতি মনুসংহিতা । সপ্তম পুরুষের পর সপিণ্ডতার নিবৃত্তি হয়, তৎপরে ধীহাদিগের জন্মনাম জানা যায়, তাহারা পর্য্যন্ত সমানোদক । কিন্তু চতুর্দশ পুরুষের পর সমানোদক সম্বন্ধও নিবৃত্ত হয়। কেহ কেহ বলেন, সপিণ্ডের পর তিন পুরুষ সাকুল্য, এবং তৎপরে চতুর্দশ পুরুষ পর্য্যন্ত সমানোদক । এক্ষণে কথা হইতেছে, পিণ্ড ও পিগুলেপ ঘঁহাদিগকে দেওয়া যায়, তাহারাই যদি সপিণ্ড হইলেন, তবে ভ্রাতা, খুল্লত্বাত, জ্যেষ্ঠতাত প্রভৃতি সপিণ্ড হইলেন কি প্রকারে ? এতৎসম্বন্ধে বৌধায়ন লিখিলেন, “প্রপিতামহঃ পিতামহঃ স্বয়ং সৌদৰ্য্যা ভ্রাতরঃ সবর্ণায়াঃ পুত্রঃ পৌত্রঃ প্রপৌত্রঃ এতান বিভক্তদায়াদান সপিণ্ডান প্রচক্ষতে। বিভক্তদায়াদান সাকুল্যান প্রচক্ষতে সৎস্বঙ্গজেষু । তদগ্রামী হর্থে ভবতি ॥" ইতি শেয়া 1. Woo