পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

MM MM MMMMA HAMLSSSMSSSDMMMMSAMMSMSMMS MMMMM AMMMS MMS MS MS MS ക ബ= ക്ഷ: === = ৬১৪ : পুরোহিত-দপণ । ৪র্থ খণ্ড । ബ .عقدس ബ് ബ-- ബ ക്കൂ-ക്കു ഇ =. بقيصيرصد كيك = مصدييكييج পরে দৈবাদিক্রমে—“ওঁ বিশ্বান দেবান আবাহয়িস্তে" ইত্যাদি মন্ত্রে যবদ্বারা আবাহন করিবে । পিতৃপক্ষে,—“ওঁ পতন আবাহয়িয্যে” ইত্যাদি মন্ত্রে তিলদ্বারা আবাহন করিবে । প্রেতপক্ষে—“ওঁ অপহতাসুরা রক্ষাংসি বেদিষদঃ” এই মন্ত্রে তিলদ্বারা আবাহন করিবে । পরে অর্ঘ পাত্র দৈবে ছুইটী, পিতৃপক্ষে তিনটী এবং প্রেতপক্ষে একটা জল রেখার উপর এক একগাছি কুশার উপরে উপর্য্যধঃক্রমে রাখিবে । পরে দৈবাদিক্ৰমে “ওঁ পবিত্রে স্থো বৈষ্ণবোঁ” মন্ত্রে পবিত্র ছেদন করিয়া—“ওঁ বিষ্ণোৰ্মনসা পূতে স্থঃ” এই মন্ত্র পড়িয়া জলের ছিটা দিয়া, পাঁচটা পাত্রে রাপিবে । প্রেতপক্ষে ঘাইয়া, “ওঁ পবিত্রাসি বৈষ্ণবী” মস্ত্রে পবিত্র ছেদন করিয়া,— “ওঁ বিষ্ণোৰ্মনসা পুতমসি” মন্ত্রে পবিত্র অর্ঘ্যপাত্রের উপর দক্ষিণাগ্র করিয়া রাখিবে । প্রতি-পাত্রের উপর, “ওঁ শস্নো দেবী”—ইত্যাদি মন্ত্রে জল দিবে } দৈবে—“ওঁ যবোইসি”—মস্ত্রে যব দিয়া, পিতামহদি পাত্রে “ওঁ তিলোহসি সোম দৈবত্যো” মন্ত্রে তিল দিবে । প্রেতপক্ষেও এই মন্ত্রে তিল দিবে। কেবল “পিতুন লোকান” এই স্থলে “প্রেতান লোকান” বলিবে । এই মাত্র বিশেষ । তৎপরে, দৈব হইতে আরম্ভ করিয়া, অর্ঘ্যপাত্রে আমন্ত্রক গন্ধ পুষ্পাদি দ্বারা অর্থ্য সাজাইবে । দৈবে কুশদ্বাবা, “ওঁ অচ্ছিত্রে ইমে অর্ঘ্যপাত্রে স্তাং” এই মস্ত্রে অর্থ্যপাত্রদ্বয় ঢাকিবে । পিতৃপক্ষে,- “ওঁ অচ্ছিদ্রাণ্যে তান্তর্ঘ্যপাত্রাণি সন্তু,” মন্ত্রে অর্ঘ্যপাত্রত্ৰয় কুশদ্বারা ঢাকিবে । প্রেতপক্ষে,—“ওঁ অচ্ছিদ্রমিদমর্থ্যপত্রিমস্তৃ” মন্ত্রে অর্ঘ্যপাত্র ঢাকিমে । 特征 পরে, দৈবপক্ষে—“ওঁ উদঘাটমং” বলিয়া, আচ্ছাদিত কুশা তুলিয়া ফেলিয়া ব্রাহ্মণ-হস্তে প্রাগগ্র পবিত্রদ্বয় দিয়া জলান্তর ও পুষ্পাস্তব দিবে ; এবং “ওঁ শি : প্রভৃতি সৰ্ব্বগাত্রেত্যে নমঃ" এই মস্ত্রে ব্রাহ্মণে গন্ধপুষ্প দিয়া, অর্থ্যপত্রিদ্বয় বাম করতলে তুলিয়া, দক্ষিণ হস্ত দ্বারা আচ্ছাদন পূৰ্ব্বক “ওঁ যা দ্বিব্যা”— এই মন্ত্র পড়িয়া, মাটিতে রাখিয় ধারণপূর্বক “বিষ্ণুরে পুরূরবোমাদ্রবলেী বিশ্বেদেব এতে বোহৰ্ঘ্যে নমঃ" এই মন্ত্র পাঠ করিয়া, দুই অর্ধাই দৈবব্রাহ্মণকে দিলে। পরে প্রেতপক্ষে—“ওঁ উদঘাটনং’ বলিয়া, অৰ্ঘ্যপাত্রাবৃত কুশটী তুলিয়া ফেলিরা ব্রাহ্মণ হস্তে পবিত্র এবং জলান্তর পুষ্পান্তর দিয়া ও অর্ঘ্যপাত্র লইয়।–“ওঁ যা দিবা” এই মন্ত্র পড়িয়া, মাটিতে রাখিয়া “ওঁ অমুকগোত্র প্রেস্ত অমুকদেবশৰ্মন্নেতত্তেইর্থ্যং স্বপ’ বলিয়া উৎসর্গ করিবে । কেবল পুষ্পাদি প্রেস্তাত্ৰাক্ষ্মণকে দিলে ।