পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

疆 বিবিধ ॥* , ❖ዓ বিশ্বমুদ্রা—বামহস্তের অঙ্গুষ্ঠকে দক্ষিণহস্তের অঙ্গুষ্ঠস্বারা আবদ্ধ করিয় তাহার অগ্রভাগ দক্ষিণহস্তুের অন্যান্য অঙ্গুলীদ্বারা পীড়িত করিবে এবং দক্ষিণহস্তের অঙ্গুলীসকল বামহস্তের অঙ্গুলীদ্বারা আবদ্ধ করিয়া কামবীজ উচ্চারণপূর্বক হস্তদ্বয় হৃদয়ে স্থাপন করিলে, উহাকে বিম্বমুদ্রা বলে ॥ ১৯ ॥ গরুড়মুদ্রা–একহস্তের পৃষ্ঠদেশে অন্ত হস্ত বিপরীতভাবে স্থাপন করিয়া কনিষ্ঠার সহিত কনিষ্ঠা, তর্জনীর সহিত তর্জনী, অঙ্গুষ্ঠার সহিত অঙ্গুষ্ঠা গ্রথিত করিবে । এবং মধ্যম ও অনামিকাদ্বয় পক্ষদ্বয়ের ন্যায় পরিচালিত করিলে গরুড়মুদ্রা হয় ॥ ২০ ॥ নরসিংহীমুদ্রা—জানুরমধ্যে করদ্ধয় সংস্থাপন করিয়া চিবুক ও ওষ্ঠ সমভাবে রাখিবে এবং হস্তদ্বয় ভূমিসংলগ্ন করতঃ কম্পান্বিত কলেবরে মুখ বিবৃত করিয়া ও জিহা বহির্গত করিয়া বারম্বার পরিচালিত করিলে নরসিংহীমুদ্রা হয়। ২১ ॥ বারাহীমুদ্রা—দক্ষিণহস্ত উৰ্দ্ধমুখে এবং বামহস্ত অধোমুখে স্থাপন করিয়া উভয় হস্তের অঙ্গুলীর অগ্রভাগ পরস্পর সংযুক্ত করিলে বারাহীমুদ্র হয় ॥ ২২ ॥ ধন্থমুদ্রা—বামহস্তের মধ্যমার অগ্রভাগ দক্ষিণহস্তের তর্জনীর অগ্রভাগের দ্বারা সংযোজিত করিয়া সেই হস্তের অঙ্গুষ্ঠ দ্বারা অনামিক ও কনিষ্ঠাকে নিপীড়িত করতঃ বামস্কন্ধ স্পর্শ করিলে ধমুমুদ্র হয় ॥ ২৩ ॥ இ বাণমুদ্রা—দক্ষিণহস্ত মুষ্টি বদ্ধ করিয়া তর্জনীকে দীর্ঘভাবে প্রসারিত করিলে বাণমুদ্রা হয় ॥ ২৪ ॥ পরশুমুদ্রা–করতলে করতল সন্নিবেশিত করিয়া স্ব স্ব অঙ্গুলী সকল যতদুর ব্যবধান করিতে পারা যায়, ততদুর ব্যবধান করিয়া মিলিত ও প্রসারিত করিলে পরশুমুদ্রা হয় ॥ ২৫ ॥ 轉 ত্ৰৈলোক্যমোহিনী মুদ্রা—উভয়হস্ত মুষ্টিবদ্ধ করিয়া অঙ্গুষ্ঠস্বয় উৰ্দ্ধে প্রসারিত করিলে ত্ৰৈলোক্যমোহিনী মুদ্রা হয় ॥ ২৬ . কামমুদ্রা-হস্তদ্বন্ন পরস্পর সম্মুখীন করিয়া অঙ্গুঠস্বয় প্রসারিত করবে, তংপরে তর্জনীদ্বয় • মধ্যমার পৃষ্ঠদেশে সংলগ্ন করতঃ অঙ্গুষ্ঠস্বয় মধ্যমাতে সংযোজিত করিলে কামমুদ্রা হয়। ২৭ ॥ লিঙ্গমুদ্রা-দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠকে উন্নত করিয়া বাম অঙ্গুষ্ঠ দ্বারা বেষ্টন করিবে ; পরে বামহস্তের অজুলীসকলকে দক্ষিণহস্তের সমুদয় অঙ্গুলী দ্বারা মাবদ্ধ করিলে লিঙ্গমুদ্রা হয় ॥ ২৮ l . . যোনিমুদ্রা—উভয়হস্তের কনিষ্ঠায় পরস্পর বন্ধন করিয়া দক্ষিণহস্তের