পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৭৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 o পুরোহিত-দর্পণ । ৪র্থ খণ্ড" পদপ্রাপ্তিকামো গয়াশ্রাদ্ধাদি-করণার্থ গয়াযাত্রামহং করিন্থে ।" এইরূপ সঙ্কল্প করিয়া কাষায় বস্ত্র পরিধান করতঃ ব্রহ্মচারি-বেশ ধারণ করিয়া , শুভলগ্ন সময়ে গ্রাম হইতে নির্গত হইয়া সেই গ্রাম, প্রদক্ষিণ করিয়া ক্রোশাস্তরমধ্যস্থ গ্রামান্তরে সেই দিন অবস্থিতি করিয়া পরদিন পূৰ্ব্বাহ্নে স্বানাদি নিত্যক্রিয়া সমাপন করিয়া গ্রাম প্রদক্ষিণ করতঃ গমন করিবে । প্রথম দিন কৃত্য । গয়াতে উপস্থিত হইয়া তীর্থ দৃষ্টিমাত্র সাষ্টাঙ্গে নমস্কার করিবে। পরে হস্তপদাদি প্রক্ষালন পূর্বক আচমন করতঃ “ওঁ গয়া-তীৰ্থায় নমঃ" বলিয়া গন্ধ পুষ্পাদি দ্বারা পূজা করিয়া ফন্তুতর্থে গমন করবে। তথায় পরিধেয় বস্ত্রসহিত স্নান কবিয়া প্রাতঃসন্ধ্যাদি নিত্যক্রিয়া নিৰ্ব্বাহ করিয়া কুশহস্তে আচমন পূর্বক সঙ্কল্প করিবে। যথা-অন্বেত্যাদি অমুকগোত্ৰঃ শ্ৰীঅমুকদেবশৰ্ম সমস্তপত্ণাং বিষ্ণুলোকপ্রাপ্তয়ে আত্মনশ্চ ভুক্তিযুক্তিপ্রাপ্ত্যৰ্থং তীর্থপ্রাপ্তিনিমিত্তং অমিন ফন্তু তীর্থে স্বানমহং করিষ্যে । এই প্রকার সঙ্কল্প করিয়া কৃতাঞ্জলিপুৰ্ব্বক নিম্নলিখিত মন্ত্র পাঠ করিয়া প্রার্থনা ও প্রণাম করিবে । যথা— ওঁ নমোদেবদেবায় শিতিকণ্ঠায় দণ্ডিনে। রুদ্রায় চাপহস্তায় চক্রিণে বেধসে নমঃ ॥ ওঁ সরস্ব তা চ সাবিত্রী দেবতাত্মা গরীয়সী । সন্নিধানী ভবস্তুত্র তীর্থপাপ-প্ৰণাশিনী । ওঁ সাগরস্বননিৰ্ঘোষ দণ্ড হস্তাসুরান্তক জগঙ্গুেষ্ঠ জগদদিল্লমামি ত্বং সুরেশ্বর । তীক্ষুদ্ৰংষ্ট্র মহাকায় কল্পান্তদহনোপম ভৈরবীয় নমস্তুভ্যং অমুজ্ঞাং দাতু মৰ্হসি। ওঁ ফন্তু-তীর্থে বিষ্ণুজলে করোমি স্বানমাদ্র তঃ । পিঙ্গুণাং বিষ্ণুলোকায় ভুক্তিযুক্তি-প্রসিদ্ধয়ে । অতঃপর হস্তপ্রমাণ চতুরস্ৰ করিয়া “ওঁ গঙ্গে চ যমুনে” ইত্যাদি মন্ত্রে তীর্থাবাহন ও “ওঁ বিষ্ণুপাদ-প্রস্থতাসি” ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া সেই জল স্বারা অঙ্গ মার্জন করতঃ তিনবার নিমগ্ন হইবে । অতঃপর “ওঁ ঋতঞ্চ সত্যঞ্চ” ইত্যাদি অবমর্ষণ স্বত্ত পাঠ করিয়া জলাভিমন্ত্রণ করতঃ সেই জল দ্বার আচমন পূৰ্ব্বক জলমধ্যে উক্ত স্বক্ত মন্ত্র তিনবার জপ করিয়া তিনবার নিমগ্ন হুইবে । শূদ্রাদি “অশ্বক্রান্তে রথঞান্তে" ইত্যাদি মন্ত্র পাঠ করিয়া সৰ্ব্বগাত্রে মৃত্তিক লেপন পূৰ্ব্বক স্বান করিবে । তৎপর নাভিপ্রমাণ জলমধ্যে দাড়াইয়া “ওঁ নমো মারায়গায়" এই মস্ত্রে চতুর্হস্ত করিয়ী “ওঁ বিষ্ণুপাদ-প্রস্থতালি" BBB DB BB BBBS BBB BBBBBS DD DBBBBBB BBBB BBS