পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরোহিত-দর্পণ । , * ১ম খণ্ড । سماه " এই মন্ত্রে উত্তরাভিমুখে ব্ৰহ্মস্থাপন করিয়া, হোতা কতিপয় কুশা অমস্ত্রক ব্ৰহ্মাকে দিয়া জলদ্বারা অভু্যক্ষণ করতঃ “এতৎ কুশপত্রং ওঁ ব্ৰহ্মণে নমঃ । এতে ; গন্ধপুষ্পে ওঁ ব্ৰহ্মণে নমঃ ” এইক্রমে অৰ্চনা করিবে;–ব্রহ্মা “ওঁ সীদামি” বলিবেন । কুশময় ব্রাহ্মণপক্ষে হোতা নিজেই সীদামি বলিবেন । অতঃপর হোতা পূৰ্ব্বমুখে আপন আসনে উপবিষ্ট হইয়া, অংজ্ঞীয় ভাষাদি বলার প্রায়শ্চিত্তস্বরূপ ব্ৰহ্মা ও হোতা উভয়েই পাঠ করবেন প্রজাপতিঋষিগায়ত্রীছন্দো বিষ্ণুদেবতা অযজ্ঞয়বাগ - বচননিমিত্তজপে বিনিয়োগঃ। ওঁ ইদং বিষ্ণুৰ্ব্বি চক্রমে ত্রেধা নি দধে পদং । সমুঢ়মস্ত পাংমুলে। কুশময় ব্রাহ্মণ হইলে, কৃতাকুতাবেক্ষণাদি ব্ৰহ্মকায্যের কর্তৃত্ব কৰ্ম্মকৰ্ত্তাব আছে বলিয়া হোতাই সমস্ত মন্ত্র পাঠ করিপেন এবং তার্চনার দ্রব্যাদি কুশময় ব্রাহ্মণকে প্রদান করিলেন । ঐ ব্রাহ্মণকে বিস্তৃত দৰ্ভময় আসনে পুৰ্ব্বাগ্র করিয়া স্থাপন করিতে হয় । যদি প্রকৃত কৰ্ম্মে চরুহোম থাকে, তবে এই সময়ে চরু পাক করিতে -হইবে। . তজ্জন্ত শূপে (কুলায় ) করিয়া আতপ তৎল লইয়া দক্ষিণপার্শ্বে একটা কুশার উপরি রাপিয়া, হোমীয় দেবতাগণের উদ্দেশে তৎ তৎ নামে এক এক মুষ্টি চাউল গ্রহণ করিয়া বামহস্তধৃত উদুখলে মুষলদ্বারা আঘাত করিয়া সুপ্রক্ষালন ও প্রস্ফোটন করিবে । তদনন্তর চরুস্থালা লইয়া অগ্নির উপরি মাটির বিকৃ বা খোটা পুতিয়া তাহাতে দুগ্ধের সহিত ঐ চাউল চড়াইয়া দিবে। এবং কিঞ্চিৎ ঘুত প্রক্ষেপ করিয়া জাল দিবে। চরুর মধ্যে একটা উত্তরাগ্র কুশা,রাখিয়া দিবে। অনন্তর মেক্ষণদ্বার। ঘুটিয়া, পাক শেষ হইলে জলদ্বারা অভু্যক্ষ করিয়া, কিঞ্চিৎ ঘৃত প্রক্ষেপানস্তর অগ্নির উত্তরদিকে কয়েক গাছি কুশা পাতিয়া তাহার উপরি রাখিয়া দিবে। নামাইবার পূৰ্ব্বে ও পরে জলন্ত অগ্নিদ্বারা স্থালী-মধ্য অবলোকন করিবে । Ö অনন্তর দক্ষিণজামু ভূমিতে পার্তিত করিয়া অধোমুখ "দক্ষিণহস্তের উপরি অধোমুখ বামহস্ত করিয়া হস্তদ্বয় ভূমিতে রাখিয়া ভূমিজপ মন্ত্র পাঠ করিবে,— পরমেষ্ঠ ঋষিরমু&পছন্দোহগ্নিদেবতা ভুমিজপে বিনিয়োগঃ। ওঁ ইদং ভূমের্ভজামহ ইদং ভদ্রং মুমদলং। পর সপত্নান বাধস্বাস্যেষাং বিন্দতে ধনম্।