পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পুরোহিত-দৰ্পণ । ৫ম খণ্ড । ه تح عيا _ந்தர் তৎপরে ‘নমো বিবস্বতে ব্ৰহ্মন ইত্যাদি মন্ত্রে সঙ্গলদুৰ্ব্বাক্ষত, গন্ধপুষ্পম্বারা সূৰ্য্যাৰ্য্য দিয়া স্বস্তিবাচন করতঃ নিম্নোক্ত মন্ত্র পাঠ করিবে । যথা— ওঁ স্বৰ্য্যঃ সোমো যমঃ কালঃ সন্ধ্যে ভূতান্তহঃ ক্ষপ । পবনে দিকৃপতিভূমিরাকাশং থচরামরাঃ । ব্রাহ্ম্যং শাসনমস্থায় কল্পধ্বমিহ সন্নিধিম্‌ : পরে এতে গন্ধপুষ্পে ওঁ বিঘ্ননাশায় নমঃ’ ইত্যাদি রূপে পূজা করিয়া ‘ওঁ ত্ৰৈলোক্যপূজিতঃ শ্ৰীমনু সদা বিজয়বৰ্দ্ধন’ ইত্যাদি মন্ত্র পাঠপূৰ্ব্বক প্রণাম করিবে । তৎপরে সামান্সাৰ্য্য স্থাপন করিবে, যথা—বামদিকে ভূমিতে ত্রিকোণমণ্ডল অঙ্কিত করিয়া তাহার উপরে ‘ওঁ আধারশক্তয়ে নমঃ’ ইত্যাদি মন্ত্রে পুজ করিবে । ‘ফটু’ মন্ত্রে কোশাকুশি ধুইয়৷ তদুপরি স্থাপন করিয়া ‘নমঃ’ মন্ত্রে উহ জলের দ্বারা পূর্ণ করিবে । অৎপরে উহাতে দুৰ্ব্বা, অক্ষত, গন্ধপুষ্প ইত্যাদি প্রদান পুৰ্ব্বক অঙ্কুশমুদ্রাযোগে ‘ওঁ গঙ্গে চ যমুনে চৈব মস্ত্রে জলগুদ্ধি করিবে । তদনন্তর বং মস্ত্ৰে ধেনুমুদ্রা প্রদর্শনপূর্বক দশধা প্রণব জপ করিয়া সেই জলদ্বারা আপনার মস্তক ও পূজোপকরণাদি প্রোক্ষণ করিবে । পরে আসনগুদ্ধি, পুষ্পশুদ্ধি ও ভূতশুদ্ধি করিয়া প্রাণায়াম করিবে । তারপর, গাং অঙ্গুষ্ঠাভ্যাং নমঃ’ গীং তর্জনীভ্যাং স্বাহা, গৃং মধ্যমাভ্যাং বষটু, গৈং অনামিকাভ্যাং হুং, গৌং কনিষ্ঠাভ্যাং বেীযটু, গঃ করতলপৃষ্ঠাভ্যাং অস্ত্রায় ফটু’ এইরূপে অঙ্গন্যাস করন্যাস করিয়া কুৰ্ম্মমুদ্রাযোগে পুষ্প গ্রহণ করিয়া ধ্যান করিবে —“ওঁ খৰ্ব্বং স্থূলতনুং গজেন্দ্ৰবদনং লম্বোদরং সুন্দরং প্রস্তন্যমূদগন্ধলুব্ধমধুপ-ব্যালোলগণ্ডস্থলম্। দস্তাঘাতবিদারিতারিরুধিরৈঃ সিন্দুর শোভাকরং বন্দে শৈলসুতা মুতং গণপতিং সিদ্ধিপ্রদং কৰ্ম্মসু ॥" এইরূপ ধ্যান করিয়া নিজ মস্তকে পুষ্পাদি দিয়া মনে মনে কল্পিত মূৰ্ত্তির পূজা করিবে। পরে আবার ধ্যান করিয়া শালগ্রামে পুষ্প দিবে। প্রতিমাদিতে আবাহন করিয়া পুজা করিবে । পরে “এতৎপাদ্যং ওঁ গণেশায় নমঃ" ইত্যাদি ক্রমে দশোপচারে অথবা গন্ধপুষ্পদ্বারা যথাশক্তি পূজা করিবে । এই প্রকারে পূজা ও জপ সমাপন পুৰ্ব্বক “ওঁ দেবেন্দ্র-মৌলিমন্দার-মকৃরন্দকণারুণাঃ। বিঘ্নান হরন্তু হেরস্ব-চরণাম্বুজরেণবঃ ” ইত্যাদি মন্ত্রে প্রার্থনা ও “ওঁ একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননম্। বিঘ্ননাশকরং দেবং হেরম্বং প্ৰণমাম্যহম্” এই মস্ত্রে প্রণাম করিবে । তৎপরে সূর্য্যের পূজা করিতে হয় । সূর্য্যের ধ্যান—ওঁ রক্তাম্বুজাসনমশেষ