পাতা:পুরোহিত-দর্পণ.djvu/৯৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট ] बिश्रुि-दोंक; । * Bolzad তাম্রপাত্রে পয়ঃপানং উচ্ছিষ্টে ঘৃতভোজনৰ । ছথে চ লবণপ্রাশঃ সদ্যো গোমাংসভক্ষণম্ ॥ তাম্রপাত্রে দুগ্ধ ( বা জল ) পান, উচ্ছিষ্টে ঘূত ভক্ষণ এবং দুগ্ধে লবণ মিশ্রিত করিয়া ভোজন করিলে গোমাংস তুল্য হয় । ■ শণশাকং বৃথামাংসং দগ্ধমীনন্ত মস্তকম্। বাৰ্ত্তাকুমন্ত্রপাকেন খাদন গোমাংসভক্ষকঃ ॥ শণশাক, অবৈধ মাংস, দং মৎস্যের মস্তক এবং অল্পসিদ্ধ বাৰ্ত্তাকু ভোজন করিলে তাহ গোমাংস তুল্য হয়। । গোবর্জ্যমামিষং ক্ষীরং ফলে জম্বীরমামিষমৃ । আমিষং রক্তশাকঞ্চ সৰ্ব্বঞ্চ দগ্ধ-মামিষম্ ॥ গোদুগ্ধ ভিন্ন দুগ্ধকে আমিষ বলা যায়, ফলের মধ্যে জম্বীর আমিষ, রক্তশাকও আমিষের মধ্যে ব্যবহৃত হয় এবং দগ্ধ সমস্ত দ্রব্যই আমিষ হইয়া থাকে। অলাবুৰ্ব্বস্তুলাকারা বাৰ্ত্তাকু দুগ্ধবণিক । প্রাণাস্তেহপি ন ভোক্তব্যং দগ্ধমন্নং কলম্বিকা ৷ বর্তুলাকার অলাবু (লাউ ), দুগ্ধবর্ণ বাৰ্ত্তাকু ( বেগুন ) দগ্ধ অন্ন এবং কলম্বী শাক প্রাণান্তেও ভোজন করিবে না । মাঘমামিষমৎস্তঞ্চ মস্থরং নিম্বপত্রকম্। তক্ষয়েদৃযে রবেবৰ্ণরে সপ্তজন্মন্তপুত্ৰকঃ ॥ মাষ ( কলাই ), মৎস্য, মাংস, মস্থর ও নিশ্বপত্র এই সকল দ্রব্য যে ব্যক্তি রবিবারে ভক্ষণ করে, সে সপ্তজন্ম অপুত্ৰক হইয়া থাকে। নিস্বং মাংসং মস্থরঞ্চ-বিল্বং কাঞ্জিকমাৰ্দ্ৰকমৃ । , ভক্ষয়েদ্বযে রবেবৰ্ণরে সপ্তজন্মন্ত্যপুত্ৰক: ] ry নিম্ব, মাংস, মস্থর, বিহু, কাঞ্জির (কঁজি) ও আর্দ্রক যে ব্যক্তি রবিবারে ভক্ষণ করে, সে সপ্তজন্ম পৰ্য্যন্ত অপুত্ৰক হয় । আৰ্দ্ৰকং মধুপানঞ্চ ধঃ করোতি রবেৰ্দ্দিনে । সপ্তজন্ম ভবেদ্রোগী জন্মজন্ম দরিদ্রতা । . যে ব্যক্তি রবিবারে আর্দ্রক ভক্ষণ কি মধুপান করে, সে সপ্তজন্ম পৰ্য্যন্ত রোগযুক্ত হয় এবং প্রতিজন্মে দরিদ্রতা লাভ করে। যানি কানি চ পাপানি ব্ৰহ্মহত্যাদিকানি চ । অল্লমাশ্রিত্য তিষ্ঠন্তি সংপ্রাপ্তে হরিবাসরে ।