এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
পূরবী
১৮২
কখনো বা জোৎস্না-ভরা
কখনো বা বাদল-ঝরা
খেয়াল তোমার কেঁদে হেসে।
যেই হাওয়াতে হেলাভরে
মিলিয়ে যাবে দিগন্তরে
সেই হাওয়াতেই ফিরে ফিরে
আস্বে ভেসে॥
কঠিন মাটি বানের জলে
যায় যে ব’য়ে,
শৈল-পাষাণ যায় তো ক্ষ’য়ে।
কালের ঘায়ে সেই তো মরে
অটল বলের গর্ব্ব-ভরে
থাক্তে যে চায় অচল হ’য়ে।
জানে যারা চলার ধারা
নিত্য থাকে নূতন তা’রা,
হারায় যারা র’য়ে র’য়ে।
ভালোবাসা, তোমারে তাই
মরণ দিয়ে বরিতে চাই,
চঞ্চলতার লীলা তোমার
রইবো স’য়ে॥
বুয়েনােস্ এয়ারিস্,
১০ ডিসেম্বর, ১৯২৪।