পাতা:পৃথিবী.djvu/১৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[১০৫]

প্রাচুর্য্য অনেক কম। পূর্বোক্ত নানা প্রকার অস্তৃত জন্তুই এখানকার পৃথিবীর প্রধান অধিবাসী; সমুদ্র শম্বুক বহুল এবং প্রকাণ্ড কচ্ছপে পরিপূর্ণ।

 কেবল এক জাতীয় স্তন্যপায়ী জীবমাত্র এখন জন্মিয়াছে পতঙ্গাদি, জীবই শূন্যের অধিপতি, পক্ষী এখনো জন্মায় নাই। ভারতবর্ষে রাজমহল কচ্ছদেশ শ্রীহট্ট ও ব্রহ্মদেশের কিয়দংশ এই সময় উৎপন্ন।

চাখড়ি বা ক্রিটেস অন্তর যুগ।

 এই অন্তরযুগের সমস্ত স্তরই প্রায় চাখড়ি-নির্মিত বলিয়া ইহার নাম চাখড়ি অন্তর যুগ। কিন্তু এই সময়েই যে প্রথম পৃথিবীতে চাখড়ি দেখা দেয় এমন নহে, সাইলুরিয়ান অন্তরযুগ হইতে ক্রমাগতই চাখড়ি উৎপন্ন হইয়াছে। কিন্তু চাখড়ি-স্তরসংস্থিতিই এই সময়ের একটি বিশেষ লক্ষণ বলিয়া ইহার এই নাম দেওয়া হইয়াছে।

 শম্বুক জাতীয় জীবের কঠিন আচ্ছাদনের উপর উষ্ণ জলের, প্রাকৃতিক কার্য্য দ্বারা বহুকাল ধরিয়া সমুদ্রগর্ভে চাখড়ির স্তর জমিতেছিল। পরে কি প্রকারে এই সকল স্তর সমুদ্রগর্ভ হইতে উন্নমিত হইয়া শৈলশ্রেণীতে পণিত হইয়াছে, তাহা দেখা যাউক। এবিষয়ের যথার্থ কারণ এখনো নিশ্চিতরূপ নির্ধারিত হয় নাই। তবে সর চারলস