[ ९१७ ] বিস্তৃত হইতে থাকে। একটা গরমও একটা শীতল বস্তু এক সঙ্গে রাখিলে কিছুক্ষণ পরে উভয়েরই উষ্ণত। সমান হয়, শীতল বস্তু যতটা উষ্ণতা পায়, উষ্ণ বস্তু ততটা হারায়। ইহাকেই বৈজ্ঞানিকের আয়ব্যয়ের নিয়ম (Law of Exchange) বলেন। এবং সকল প্রকার তেজই (Energy) ক্রমে উষ্ণতায় পরিণত হইবার দিকে উন্মুখ।' কাজে কাজেই মনে হয় যে, এমন এক সময় আসিবে যখন সকল প্রকার তেজই উষ্ণতায় পরিণত হইয়া জগৎময় সমভাবে বিস্তৃত হইবে। সে অবস্থায় পৃথিবীর চন্দ্রের ন্যায় মৃত দশা হইবে। , উপরোক্ত রূপ মৃত্যু ছাড়া গ্রহের আর এক রূপ মৃত্যু আছে তাহাকে প্রলয় কহা যায়। প্রলয়ে গ্রহের মৃতদেহের স্বতন্ত্র অস্তিত্ব পর্য্যস্ত থাকে না। আমরা জীবন, মৃত্যু কাহাকে বলে দেখিয়াছি ; এখন, প্রলয় কাহাকে বলে তাহা সবিস্তারে আলোচিত হইতেছে। . সৌর পরিবারভুক্ত পৃথিবীতে বলিয়া আসা হইয়াছে দুই শক্তির কার্য্যফলে গ্ৰহগণ স্বীয় কক্ষ হইতে বিচ্যুত না হইয়৷ সূৰ্য্যকে প্রদক্ষিণ করে। প্রথম, সূর্য্যের নিজাভিমুখে আকর্ষণ অথবা কেন্দ্রানুগ শক্তি, (Centripetal force) I foot, সৌর আকর্ষণ অতিক্রম করিয়া গ্রহের সরল রেখা পথে পলায়নের চেষ্ট অথবা তাহার কেন্দ্রা
পাতা:পৃথিবী.djvu/২২৯
অবয়ব