পাতা:পৃথিবী.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ $११ ] ভিগ শক্তি (Contrifugal force)। যদি কখনও কোন জ্যোতিফুের এমন অবস্থা হয় যে তাহার কেন্দ্রাতিগ শক্তি অতীব অল্প হইয় পড়ে, তাহা হইলে স্বর্ঘ্যের আকর্ষণের প্রভাব বৃদ্ধিহেতু সেই জ্যোতিষ্ক ক্রমে সূর্যের উপর খ্রিয়। ধুড়ে এবং তাহার প্রচণ্ড উত্তাপে তাঙ্গ বাষ্পাকারে পরিণত হয়। এইরূপ সুৰ্য্যের গ্রাসে পতিত হওয়াকেই গ্রহের প্রলয় বলা যাইতে পারে। ইহা হইতে স্পষ্টই দেখা যাইতেছে, একটা জ্যোতিস্কের জীবন রক্ষণের প্রধান কারণ তাহার গতি ; কাজেই পৃথিবীর মৃত্যু চিন্তা করিতে গেলে তাহার গতির বিষয় আলোচন ত্যাবশ্যক। যদি আবহমান কালের মধ্যে পৃথিবীর গতির কোন বৈলক্ষণ্য না দেখা গিয়া থাকে তাহা হইলে পৃথিবীর পরিণামের বিষয় এ স্বত্র হইতে কিছুই ঠিক করিতে পারা যায় না। কিন্তু বহুকালব্যাপী জ্যোভিষিক অনুসন্ধান দ্বার বৈজ্ঞানিক পণ্ডিতেরা স্থির করিয়াছেন যে, পৃথিবীর গতির কিছু লাঘূ হইয়াছে। যদিও ইহার মাত্রা চুলের মত বই নয়, তথাপি ইহা হইতে পৃথিবীর গতিহাস সপ্রমাণ হইয়াছে। অতি প্রাচীন কাল অপেক্ষ চন্দ্রের গতি এখন কিছু বৃদ্ধিশীল বলিয়৷ হঠাৎ মনে হয়। ইংরাজি ভাষায় ইহাঁকে Secular acceleration of the Moon's mean motion বলে। কিন্তু চন্দ্রের গতি বুদ্ধি হওয়া অতিশয় অসম্ভব