[ ९१४ ] বলিয়া বৈজ্ঞানিকের ঠিক করিয়াছেনু চন্দ্রের গতি আসলে বাড়ে নাই, পৃথিবীর গতি হ্রাস হেতু চন্ত্রের গতি বাড়ি য়াছে বলিয়া মনে হয়। তাহারা বলেন চন্দ্রের গতিবৃদ্ধির কোন কারণই তাহার দেখেন নাই। গতি বৃদ্ধির অর্থই কার্ঘ্যের বৃদ্ধি, ও শক্তি না হইলে কাৰ্য্য হইতে পারে না— অতএব চন্দ্রের গতি বৃদ্ধির অর্থই এক নুতন শক্তির আবিভাব। কিন্তু কোথা হইতে এ নূতন শক্তির আবির্ভাব হইবে? জগতের শক্তি-সমষ্টির কখনও ক্ষয় বৃদ্ধি হইতে পারে না ; ইহা জগতে চিরকাল সমান আছে ও থাকিবে, শক্তি রূপান্তরিত হয় মাত্র। এরূপ ন হইলে প্রাকৃতিক নিয়মাবলী নিত্য সমান ভাবে রক্ষিত হইত না, তাহাতে বৈলক্ষণ্য হইত। প্রাকৃতিক নিয়মের নিত্যতার (Uniformity of Natural Laws) উপরেই সমস্ত বিজ্ঞান শাস্ত্র অবস্থিত। এবং যেহেতু চন্দ্রের গতি বৃদ্ধির কোন কারণ দেখা যায় ন, অতএব ইহা নিশ্চয় যে, চন্দ্রের গতি বৃদ্ধি হয় নাই। তবে গতি বৃদ্ধি হইয়াছে বলিয়া মনে হয় কেন? বৈজ্ঞা নিকের বলেন, পৃথিবীর গতি হ্রাস হইয়াছে বলিয়া ঐরূপ মনে হয়। কিন্তু এই রূপ কেবল একটা অনুমান কখন কোন একটা মভের ভিত্তি হইতে পারে না। পৃথিবীর গতি হ্রাস করিতে প্রত্যক্ষ পক্ষে ষড়শীল কোন বিশেষ কারণ দেখিতে না পাইলে আমরা উপরি উক্ত যুক্তিকে নিতান্ত আমুমানিক বলিয়৷ অবহেলা করিতে পারিতাম ;
পাতা:পৃথিবী.djvu/২৩১
অবয়ব