পাতা:পৃথিবী.djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৷৹

 দূরবীন সৃষ্টি হইবার পর ইয়োরপে অল্পকাল মাত্র সূর্য্য বিম্ব (Solar spots) পর্যবেক্ষিত হইয়াছে। কিন্তু আমাদের মার্কণ্ডেয় পুরাণে রহিয়াছে।

 “তেজসঃ শাহনং চক্রে বিশ্বকর্মা শনৈঃশনৈঃ।

 তেনাস্মিন শ্যামিকা জাতা শতনোর্চিষ স্তথা।

 “বিশ্বকর্ম্মা, অল্প অল্প করিয়া সূর্য্যের তেজ কীর্ত্তন করিয়া লইলেন যে যে অংশ কর্তিত হইল সেই অংশটি শ্যামিকা অর্থাৎ কলঙ্ক হইল।”

 তাঁহারা যে তখন কলঙ্ক দেখিয়াছিলেন এই শ্লোকটি তাহার স্পষ্ট প্রমাণ।

 জ্যোতিব্বিদ বরাহমিহিরের বৃহৎসংহিতায় সূর্য্য-বিম্বের, অর্থাৎ সৌরকলঙ্কের কথা আরো স্পষ্টাক্ষরে রহিয়াছে কেবল তাহাই নহে, অষ্টাদশ শতাব্দীতে হার্শেল সূর্য-বিম্বের সহিত দুর্ভিক্ষের যে সম্বন্ধ দেখান বরাহমিহির বহুদিন পুর্ব্বে তাহাই বলিতেছেন-

 “যস্মিন যস্মিন্দেশে দর্শনমায়াস্তি সূর্য্য বিস্বস্যাঃ।


যায়-“রাশিচক্র পৃথিবীর মধ্যে রেখা যে স্থলে সমসূত্রপাতে মিলন হয় সেই স্থলকে ক্রান্তিপাত কহে, সেই ক্রান্তিপাত স্থলে উত্তর দক্ষিণে এক রেখা কল্পনা করিয়া ঐ রেখাকে বিষুবরেখা কহে, সেই বিষুবরেখা ক্রমে পশ্চিম দিকে গমন করতঃ রাশিচক্রের সর্বত্র ভ্রমণ করে—ইহা আর্য্যভট্ট কহেন” ইত্যাদি।