পাতা:পৃথিবী.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

1/o

  • ভস্মিন তস্মিন ব্যসনং মহীপতীনাং পরিজ্ঞেয়ং । * * * * * * বারিমুচে ন প্রভূত বারিমুচ: সরিতে সুয়াত্তি ভমুত্বং কচিৎকচি জায়তে শস্যং ” “যে যে দেশে সূৰ্য্যবিম্ব দেখা যায় সেই সেই দেশাধীপের ' বিপদ জানিতে হইবে। 亲 豪 豪 মেঘু সকল প্রভূত বারি বর্ষণ করে না। নদী সকল ক্ষীণত্ব প্রাপ্ত হয়, এবং কোন কোন স্থানে মাত্ৰ শস্য জন্মায় ।”

জ্যোতিষ শাস্ত্রের মূল স্বরূপ যে মাধ্যাকর্ষণ নিয়ম আবিস্কার করিয়া নিউটন চিরস্মরণীয় হইয়াছেন সেই নিয়মের সুস্পষ্ট জ্ঞান পুরাকালে ছিল বলিয়। যদিও আমরা প্রমাণ পাই না, কিন্তু ইহার আংশিক জ্ঞান বহু কাল পূৰ্ব্বে যে সরস্বতী নদীতীরবাসী আৰ্য্যগণের মধ্যে প্রচলিত ছিল তাহার অতি স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। নিউটনের অনুন আটশত বৎসর পূৰ্ব্বে ভাস্করাচার্য্য তাহার সিদ্ধান্ত শিরোমণিতে এইরূপ প্রশ্ন করিতেছেন “বৃত ধৃত ধরা কেন যেন নেয়মিয়াদধঃ”— এই যে পৃথিবী কিসের দ্বারা ধৃত, আর কেনই বা অধঃপতিত হয় না ? ইহার উত্তরে বলিতেছেন। “মুক্লিষ্ট শক্তিশ্চ মহীতয়া যৎ খস্থং গুরু স্বাভিমুখং স্বশক্ত্য । আকুষ্যতে তৎ পতিতীব ভাতি, সমে সমস্তাৎ কুরিয়ং যতঃ খে।”