পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>气让 একস্থানে পিতা ও পিতৃব্যের সহিত থাকিতে ইচ্ছুক হইলেন না। ; তিনি স্বতন্ত্র আব একটি নগর নিৰ্ম্মাণে প্রবৃত্ত হন। যশোরের দক্ষিণ পশ্চিম ভাগে ধূমঘাট নামক স্থানে তিনি আপনার বাসোপযোগী গৃহাদি নিৰ্ম্মাণ আরম্ভ করেন। ক্রমে ধূমঘাট একটি বিস্তৃত নগরে পরিণত হয়, এবং তাহা যশোরের সংলগ্ন হওয়ায় এই উভয় স্থান ব্যাপিয়া এক বিশাল পঞ্চক্রোশ নগর अङ्क्वेिड श्य। • এই নগরই যশোর রাজ্যের রাজধানী হয় । অদ্যাপি তাহার কোন কোন চিহ্ন বিদ্যমান আছে। বেভারিজ সাহেব জেসুইট পাদরীদের উল্লিখিত চ্যাণ্ডিকানকে ধূমঘাট প্রতিপন্ন করিতে চেষ্টা করিয়াছেন, এবং যশোর হইতে তাহাকে কিছু দূরে অবস্থিত বালয় মনে করেন। কিন্তু তাহার সে অনুমান প্রকৃত নহে | জেসুইট পাদরীগণের লিখিত চ্যাণ্ডিকান সাগর দ্বীপ, তাহ কদাচ ধূমঘাট নহে। অষ্ঠাপি যশোর বা ঈশ্বরীপুর হইতে সাৰ্দ্ধ ক্রোশ বা দুই ক্রোশ দক্ষিণ-পশ্চিম কোন স্থানকে ধূমঘাট কহিয়৷ থাকে। আমরা পরে সে বিষয়ের আলোচনা করিব। প্রকৃত প্রস্তাবে ধূমঘাট ও যশোর পরম্পর সংলগ্ন ও তাঁহা বিশাল যশোর নগরের একাংশ মাত্র । ধূমঘাটের নিৰ্ম্মাণ শেষ হইতে না হইতেই বিক্রমাদিত্য পরলোক গমন করেন। তিনি প্রতাপাদিত্যের অসীম ক্ষমতায় সৰ্ব্বদা শঙ্কিত থাকিতেন ; পাছে, বসন্তরায়ের সহিত র্তাহার প্রকাশ্য ভাবে বিবাদ বাধিয়া উঠে। ঈশ্বরের অনুগ্রহে তাহার জীবদ্দশায় উভয়ের বিবাদ রক্তপাতে পরিণত হয় নাই। তজ্জন্ত বোধ হয়, বৃদ্ধ বিক্রমাদিত্য শান্তিতে প্রাণত্যাগ করিতে পারিয়াছিলেন। কোন সময়ে বিক্রমাদিত্যের মৃত্যু হয়, তাহ স্থির করিয়া বলা যায় না। যশোরের ধূমঘাটনিৰ্মাণ। বিক্ৰমাদিত্যের মৃত্যু । ہa aہ:چ (es) *