পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫ్ఫెట్ర প্রতাপ তাহা বুঝিতে পারিয়াছিলেন, এবং র্তাহার গৌরবের পথে একমাত্র বসন্তরায় কণ্টক হইয়া রহিবেন ইহাই তাহার মনে হইত। বসন্তরায়ের প্রতি প্রতাপের বিদ্বেষ ভাব বুঝিতে পারিয়া বিক্রমাদিত্য ভবিষ্যতের জন্ত একটি উপায় স্থির করিতে ইচ্ছুক হন। তিনি প্রতাপ ও বসন্তরায়ের সহিত পরামর্শ করিয়া যশোর রাজ্যকে দুইভাগে বিভক্ত করিয়া দশ আনা অংশ প্রতাপাদিত্যকে ও ছয় আন বসন্তরায়কে দিবার ব্যবস্থা করেন। তাহাতে উভয়েই সন্মত হইয়াছিলেন। যশোর রাজ্যের পূৰ্ব্বে মধুমতী ও পশ্চিমে ভাগীরথী। বসন্ত রায়ের অংশ পশ্চিম দিকেই পড়িয়াছিল । কারণ, ভাগীরথীর তীরবত্তী ও নিকটবৰ্ত্তী কালীঘাট, বড়িসা বেহালা, ডায়মণ্ডহারবরের সাহাজাদপুর প্রভৃতি স্থানে আজিও বসন্তরায়ের কীৰ্ত্তির চিহ্ন বিদ্যমান আছে। কালীঘাটের প্রাচীন মন্দির, বড়িসা বেহালার রায়গড়, কমলা, বিমলা পুষ্করিণী এবং সাহাজাদপুরের বসন্তরায়ের গঙ্গাবাসের বাট প্রভৃতির চিহ্ন দ্বারা ইহা সুস্পষ্টরূপেই প্রতীয়মান হইয়া থাকে। প্রতাপ পূৰ্ব্বদিকের অংশই প্রাপ্ত হইয়াছিলেন। তবে এই সাধারণ বিভাগের এক এক জনের অংশ মধ্যে কোন কোন স্থানে অপরের অংশও পড়িয়াছিল। যেমন প্রতাপের অংশস্থিত অর্থাৎ পূৰ্ব্ব বিভাগস্থ চাকসিরি বা চকত্র গ্রাম বসন্তরায়ের অংশে পড়ে। এই চকত্র গ্রাম খুলনা জেলা বাগেরহাটের দুই ক্রোশ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত । ক প্রতাপ এই চাকসিরি গ্রাম লইবার জন্ত বসন্তরায়ের নিকট বারংবার প্রার্থনা করিয়া অকৃতকাৰ্য্য হওয়ায় তাহার প্রতি মহাকুদ্ধ হন। আমরা পরে সে বিষয়ের উল্লেখ করিব। ক্রমে স্বাধীন ভাবে কাৰ্য্য করিবার ইচ্ছা বলবতী হওয়ায়, প্রতাপাদিত্য

  • ( ৭• ) , টিপ্পনী দেখ।