পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ०२ ঘটে। • ইহার পর কতলু ক্রমে ক্রমে সমস্ত উড়িষ্যা অধিকার করিয়া বসেন। দায়ুদের পরাজয়ের পর কতকগুলি মোগল সৈন্য উড়িষ্যায় অবস্থিতি করিতেছিল। কিয় খ ও মীর নাজাৎ তাহদের পরিচালনায় নিযুক্ত হন। ১৫৮১ খৃঃ অন্ধে ঐ সমস্ত সৈন্য উড়িষ্যা হইতে ফিরিয়া আসিলে কতলু খা উড়িষ্য আক্রমণ করিয়া কিয়া খাকে একটি দুর্গে অবরোধ করেন । কিয়া খার সৈন্তের। তাহাকে পরিত্যাগ করিয়া যাওয়ায় তিনি আফগানদিগেব হস্তে নিহত হন। মীর নাজৎও কতলু কর্তৃক আক্রাস্তু ও বদ্ধমানের দক্ষিণ সেলিমাবাদের নিকট পরাজিত হইয়া হুগলীর পটুগীজ অধ্যক্ষের আশ্রয়ে পলায়ন করেন। তাহার পর মঙ্গলকোটের নিকট বাবা খা কাকসালের লোকজনের সহিত কতলুর ংঘর্ষ উপস্থিত হইয়াছিল। তাহাতেও কতলু জয়লাভ করেন। + ইহার পর আজিম খ। বাঙ্গল, বিহার, উড়িষ্যার সুবেদার নিযুক্ত হইয়া আসেন। এই সময়ে কতলু খা উড়িষ্যা এবং মেদিনীপুর ও বিষ্ণুপুর পৰ্য্যস্ত অধিকার করিয়া দামোদর নদ পর্য্যন্ত আপনার রাজ্য বিস্তার করিয়াছিলেন । আজিম খাঁ তাহাকে দমন করিবার জন্ত এক দল মোগল সৈন্ত প্রেরণ করেন । মোগল আমীরগণ বদ্ধমানের নিকট অবস্থিতি করিয়া কতলু খাঁর সহিত সন্ধি করিবার ইচ্ছায় সেথ ফরীদ উদ্দীন নামে একজন বিচক্ষণ ব্যক্তিকে তাহার নিকট প্রেরণ করেন । কতলু সন্ধির প্রস্তাবে অসস্মত ছিলেন না । কিন্তু বাহাদুর খা নামে তাহার একজন অমুচর ঔদ্ধত্য প্রকাশ করায় ফরীদ কোনরূপে আত্মরক্ষা করিয়া মোগল শিবিরে উপস্থিত

  • মখজানি আফগানীয় মতে কতলু মোগলগণ কর্তৃক কয়েকটি পরগণার জায়গীর লাভের আশায় দায়ুদকে পরিত্যাগ করায় তাহার পরাজয় ঘটে। ( Elliot vol Iv. P. 513. Note. )

† Blochmann's Ain-i-Akbari. t