) { wు সন্দেহ কি ? সেই জন্য তিনি রামচন্দ্রের সহিত স্বীয় কন্যা বিন্দুমতীর বিবাহ প্রদানে ইচ্ছুক হন। এই বিবাহের কথা অনেক দিন পূৰ্ব্বে স্থির হইয়াছিল। সম্ভবতঃ রামচন্দ্রের পিতা কনপনারায়ণ জীবিত থাকিতেই তাহার স্বচনা হইয়া থাকিবে । কিন্তু বর ও কস্তা উভয়ে অল্পবয়স্ক হওয়ায় বিবাহ কাৰ্য্য সম্পন্ন হইতে বিলম্ব ঘটিয়াছিল । ১৫৯৯ খৃঃ অব্দে পাদরী ফনসেকা রামচন্দ্রকে অষ্টবৰ্ষীয় বলিয়া উল্লেখ করিয়াছেন। ১৬০২-৩ খৃঃ অব্দে তাহাদের বিবাহ হয় বলিয়া জানা যায়। তাহা হইলে সে সময়ে র্তাহার বয়স একাদশ বা দ্বাদশ হওয়াই সম্ভব । পাদরী ফার্ণাণ্ডেজ উক্ত ১৫৯৯ খুঃ অব্দে কুমার উদয়াদিত্যকে দ্বাদশবৎসরবয়স্ক বলিয়াছেন। তাহা হইলে এ সময়ে তাহার বয়স পঞ্চদশ বা ষোড়শ হইতে পারে। ১৬০২-৩ খৃঃ অব্দে যে রামচন্দ্রের বিবাহ হয়, তাহার বিশেষ প্রমাণও আছে। ১৬০২ খৃঃ অন্ধে পটুগীজ সেনাপতি কার্ভালো সনদ্বীপ পরিত্যাগ করিয়া শ্ৰীপুরে কেদার রায়ের নিকট উপস্থিত হইলে আরাকানরাজ সনদ্বীপ অধিকার করেন। ডুজারিক বলেন যে, তিনি সেই সময়ে বাকল পৰ্য্যন্ত অধিকার করিয়াছিলেন। বাকলায় যে মগগণ অত্যাচার করিয়াছিল, আমরা পূৰ্ব্বে তাহার উল্লেখ করিয়াছি। এই সময়ে রামচন্দ্র রায় রাজ্যে উপস্থিত না থাকায় এবং তাহাকে অল্পবয়স্ক জানিয়া আরাকানরাজ বাকল অধিকারে সমর্থ হইয়াছিলেন। আমরা জানিতে গারি যে, রামচন্দ্র রায় ঐ সময়ে যশোরে অবস্থিতি করিতেছিলেন, এবং সেই সময়েই র্তাহার বিবাহ সম্পন্ন হয়। কারণ, এই বিবাহসময়েই প্রতাপদিত্য র্তাহার হত্যার চেষ্টা করিয়াছিলেন। এ কথা পুৰ্ব্বে উল্লিখিত হইয়াছে। রামচন্দ্র যে খাল দিয়া আপনার চৌষটিক্ষেপণীযুক্ত নৌকায় প্রস্থান করিয়াছিলেন, তাহাকে খোস্তাকাটার খাল কহে। • ফলতঃ ৰু প্রাচীন যশোর s উপকণ্ঠ মানচিত্র দেখ।
পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৫৩
অবয়ব