পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> b@ প্রস্তাবে মোগলদিগের শাসনাধীনে আসে নাই । জাহাঙ্গীরের রাজত্বকালে তাহ সম্পূর্ণরূপে অধিকৃত হয়। আমরা পরে তাহার উল্লেখ কৰিব। রাজা লক্ষ্মণ মাণিক্য একজন অসাধারণ বীরপুরুষ বলিয়া, কথিত হইয়া থাকেন। যুদ্ধকালে তিনি যে কবচ পরিধান করিতেন, অদ্যপি তাহার কিয়দংশ দেখিতে পাওয়া যায় । * রাজা লক্ষ্মণ মাণিক্য বাকলাধিপতি রামচন্দ্র রায় কর্তৃক পরাজিত ও বন্দী হইয়া চন্দ্রদ্বীপে নীত হন, এবং অবশেষে তথায় তাহার হত্য সম্পাদিত হয়। i লক্ষ্মণ মাণিক্যের পর তাহার পুত্র বলরামশুর ভুলুয়ার অধিপতি হইয়াছিলেন। লক্ষ্মণ মাণিক্য সংস্কৃত ভাষায় বিশেষরূপে ব্যুৎপত্তি লাভ করিয়াছিলেন। তিনি সংস্কৃত ভাষায় বিখ্যাত-বিজয়’ নামে এক খানি নাটক রচনা করেন। উক্ত নাটক খানি বীররসে পূর্ণ। মুকুন্দরাম রায় ফতেয়াবাদের জমীদার বলিয়া উল্লিখিত হন। তিনি প্রথমতঃ ফতেয়াবাদের নিকটস্থ ভূষণার অধিপতি ছিলেন। পরে ফতেয়াবাদ অধিকার করিয়া লন । যে সময়ে মুনিম - খী দায়ুদকে পরাজিত করিবার জন্ত ব্যাপৃত ছিলেন, সেই সময়ে মোরাদ খা বাদসাহ কর্তৃক প্রেরিত হইয়া ফতেয়াবাদ ও বাকলা অধিকার করেন। ইহাব পর মোরাদ খা বাদসাহের বিরুদ্ধে অভু্যথিত হন । র্তাহার সহিত কিয়া খাঁ ও নাজৎ খ যোগদানের ইচ্ছা করিয়াছিলেন। ইহাদের আশা পূর্ণ হইবার পূৰ্ব্বেই মোরাদ খাঁর মৃত্যু হয়। সেই সময়ে মুকুন্দ রায় মোরাদের পুত্রদিগকে আমন্ত্ৰণ করিয়া নিজের রাজধানীতে লইয়া যান, এবং তাহীদের হত্যা সম্পাদন করেন । * অবশু তিনি বাদসাহের প্রীতির জন্তই ঐরাপ করিয়াছিলেন, কিন্তু ইহা যে র্তাহার । মুকুন্দ রায়

  • ঐযুক্ত কৈলাসু চন্দ্র সিংহের রাজমালা ৪ ভাঃ ১ অঃ ৩৯৭ পৃঃ। + উপ-৭২ পৃঃ। " আকবরনাম vol. III. P. 32o.