পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/১৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

2 ఫి: অত্যন্ত পরাক্রান্ত বলিয়া বিবেচনা করিতে লাগিল । কিন্তু নিকটবৰ্ত্তী দেশীয় রাজগণের সাহায্য ব্যতীত তাহার আশা সম্পূর্ণরূপে ফলবতী হইবে না বুঝিতে পারিয়া, সে তাহার উপায় অন্বেষণে প্রবৃত্ত হয় । বাকলারাজ রামচন্দ্র রায় পটুগীজগণের বন্ধু ছিলেন। গঞ্জলেস প্রথমতঃ র্তাহার সাহায্যের প্রাথন করে । রাজার সহিত এইরূপ সন্ধি স্থাপিত হুইয়াছিল যে, সনদ্বীপ অধিকৃত হইলে সে রাজাকে তাহার অৰ্দ্ধেক রাজস্ব প্রদান করিবে । রাজা তাহার প্রস্তাবে সম্মত হইয় তাহার সাহায্যের জন্ত দুইশত অশ্বারোহী সৈন্ত ও কয়েকখানি জাহাজ প্রদান করেন । ১৬০৯ খৃঃ অব্দের মার্চ মাসে গঞ্জালেসের অধীনে ৪০ খানি জাহাজ ও ৪০০ পটুগীজ সমবেত হইয়াছিল। এ দিকে ফতেখার ভ্রাতা বহুসংখ্যক মোগল সৈন্ত লইয়া সনদ্বীপ রক্ষার জন্ত সচেষ্ট হর। পটুগীজের সনদ্বীপে অবতরণ করিতে আরম্ভ করলে ফতে খার ভ্রাতা তাহাদিগকে বাধা প্রদানে চেষ্টা করে, কিন্তু অবশেষে দুর্গমধ্যে আশ্রয় গ্ৰহণ করিতে বাধ্য হয়। পটুগীজের দুর্গ অবরোধ করিয়া অনেকদিন তথায় অবস্থিতি করে । কিন্তু তাহদের জাহাজ হইতে খাদ্যদ্রব্য ও বারুদ, গোলাগুলি না পাওয়ায় তাহদের ধ্বংস ঘটিবার উপক্রম হইয়াছিল। পেষ্ট সময়ে গ্যাসপার ডি পাইন নামে জনৈক স্পেনদেশীয় পোতাধ্যক্ষ তথায় উপস্থিত হইয়া পৰ্টুগীজগণের উদ্ধার সাধনের চেষ্ট করেন। তিনি ৫০ জন লোক সহ রাত্রিযোগে কতকগুলি আলো লইয়। চীৎকার করিতে করিতে দুর্গের দিকে অগ্রসর হন। বিপক্ষের মনে করিয়াছিল, তিনি পট – গীজদিগের সাহায্যের জন্ত অনেক লোকজন লইয়া অবতীর্ণ হইয়াছেন । তাহারা দুর্গের নিকট উপস্থিত হইয়। দুর্গ আক্রমণ ও তাহার মধ্যে প্রবেশ করিয়াসকলকে তরবারির আঘাতে মৃত্যুমুখে পাতিত করে। স্থানীয় লোকের গঞ্জালেসের বহুত স্বীকার করিতে বাধ্য হয়। গঞ্জলেস তাহাদিগকে সমস্ত 'ಜಡ್' কর্তৃক সনদ্বীপের অধিকার ।