পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>試br হওয়ায় বিস্ময় উৎপাদন করিত। আরাকানরাজ গঞ্জলেসের এইরূপ ব্যবহারে অসন্তুষ্ট ও ক্রুদ্ধ হইয় তাহার ভ্রাতুপুত্রকে শূলে চড়াইয়া আরাকান বন্দরের এক উচ্চ স্থানে স্থাপন করেন। র্তাহার এই উদ্দেশ্য ছিল যে, গঞ্জলেস তাঙ্গাকে দেখিয়া যদি শান্ত হয়। কিন্তু তাহাতেও তাহব চৈতন্ত হয় নাই। সে উক্ত বিষয়ে কিছুমাত্র লক্ষ্য করে নাই। গঞ্জলেস সনদ্বীপে আসিয়া একটু বিচলিত হয় । কারণ, তৎকালে কেহই তাহাকে বিশ্বাস করিত না, সকলেই তাহকে বিশ্বাসঘাতক বলিয়া বুঝিতে পারিয়াছিল। কি মোগল, কি মগ কেহই তাহার উপর সামান্তমাত্র বিশ্বাস স্থাপন করিতে সাহসী হইত না । তাহার এই সমস্ত দুষ্কার্ষে তাহার মনে হইয়াছিল যে, তাহাকে শীঘ্রই ইহার ফলভোগ করিতে হুইবে । কিন্তু তথাপি সে নিবৃত্ত না হইয়। আবার অন্ত উপায় উদ্ভাবনের চেষ্টা করিতে প্রবৃত্ত হয়। ১৬১৩ খৃঃ অব্দে ইসলাম খাঁর মৃত্যু হইলে, কাসীম খাঁ তাহার স্থলে সুবেদার নিযুক্ত হন। এ দিকে ১৬১২ খৃঃ অব্দে আরাকানরাজ মেং রাজী বা সেলিমসার মৃত্যু হয়। তাহার পুত্র মেং খ৷ গোয়ার পটুগীজ রাজ- & মৌং আরাকানের সিংহাসনে আরোহণ করেন, তিনি প্রতিনিধির সহিত - «r - অত্যন্ত বীর বলিয়া প্রসিদ্ধ ছিলেন, তিনি যৌবগঞ্জালেসের বনেদী- S বস্ত রাজ্যকালে সৈন্ত ও রণতরীর অধ্যক্ষত করিতেন । | সনদ্বীপ অধিকার করিয়া গঞ্জলেস আপনাকে স্বাধীন বলিয়া প্রচার করিয়াছিল। সে গোয়ার পটুগীজ রাজপ্রতিনিধির বগুত৷ স্বীকার করে নাই। পাছে ভবিষ্যতে সনদ্বীপ তাহার হস্তচু্যত হয় এই আশঙ্কায় সে গোয়ার তদানীন্তন রাজপ্রতিনিধি ডন হিরোম ডি আজাভোদোর বশুত স্বীকারের জন্ত নিজের একজন প্রতিনিধিকে একখানি জাহাজসহ গোয়ায় পাঠাইয়া দেয়, এবং তঁাহাকে আরাকানরাজ্য অধিকারের