পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 যুদ্ধ উপস্থিত হয়। এই সময়ে সাহাবাজ খার সহিত ওমরাগণের বিরোধ উপস্থিত হওয়ায়, তিনি পূৰ্ব্ববঙ্গ পরিত্যাগ করিয়া রাজধানী অভিমুখে গমন করিতে বাধ্য হন। পরে আগরায় যাইবার ইচ্ছা করিলে, বাদসহ র্তাহাকে যাইতে নিষেধ করিয়া সৈয়দ খাকে তাহার সাহায্যের জন্ত অগ্রসর হইতে আদেশ দেন। অবশেষে তাহারা পুনৰ্ব্বার ভাটির দিকে যুদ্ধযাত্র করেন। ইশ অত্যন্ত সতর্ক ছিলেন ; তিনি নিজে স্বরাজ্যমধ্যে অবস্থিতি করিয়া মাগুমকে সেরপুরের অভিমুখে প্রেরণ করেন। সাহাবাজ খাঁ প্রভৃতি তথায় উপস্থিত হইলে, মাশুম তথা হইতে ভাটি, পরে উড়িষ্যা অভিমুখে পলায়ন করেন। বাদশাহী সৈন্তেরা তাহার পশ্চাদ্ধাবন করিয়া ত্রিবেণীতে তাহাকে পরাস্ত করে। এই সময়ে ইশ কিছু দিনের জন্ত শান্তভাব অব লম্বন করিয়াছিলেন। তৎকালে ওয়াজির খরি হস্তে বাঙ্গলার শাসনের ভার প্রদান করিয়া সাহাবাজ বিহারের অভিমুখে যাত্রা করেন । কিন্তু ওয়াজির একাকী বাঙ্গলার বিদ্রোহদমনে অশক্ত হইলে, বাদশাহ সাহাবাজ থাকে পুনৰ্ব্বার বাঙ্গলায় যাইতে আদেশ দেন। সেই সময়ে ১৫৮৬-৮৭ খৃষ্টাব্যে ইশাও পুনৰ্ব্বার স্বাধীনতা-অবলম্বনের প্রয়াস পান। এক দল বাদসাহী সৈন্ত তাহার বিরুদ্ধে প্রেরিত হইলে, তিনি বহুত স্বীকার করিয়া বাদসাহ-দরবারে উপঢৌকন প্রেরণ করেন। মাগুমও বহুত স্বীকার করিতে বাধ্য হন। অতঃপর কিছু দিনের জন্ত বাঙ্গলায় শাস্তি স্থাপিত হয়। ইহার পর মানসিংহের সুবেদারীর সময়েও ইশা আপনার প্রভুত্ববিস্তারের ক্রটি করেন নাই। র্তাহার সহিত নৌযুদ্ধে মানসিংহের পুত্ৰ দুৰ্জ্জন সিংহ পরাস্ত ও হত হইয়াছিলেন । * ১ - ০৮ হিজরী বা ১৫৯৯—

  • জয়পুরের রাজাদিগের বংশাবলী নামক পুথিতে লিখিত আছে যে, দুৰ্জ্জন সিংহ <ाठांगोष्ठिात्र नश्ऊि यूक निश्ठ इन। किड़ ३* शैब्र मश्ऊि यूरकई उिनि निहङ হইয়াছিলেন বলিয়াবোধ হয়। to