পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

stse মোগলের পূর্ববঙ্গজয়ের সহিত সনদ্বীপ মোগলসাম্রাজ্যভুক্ত করিয়া লয়, এবং তাহ সরকার ফতেয়াবাদের অন্তভুক্ত করা হয়। কেদার রায় তাহার পুনরুদ্ধারের জন্ত কৃতসঙ্কল্প হন। সনদ্বীপের অধিকার লইয়া বাঙ্গালী, মগ, ফিরিঙ্গী ও মোগলের মধ্যে যে ঘোরতর যুদ্ধ হইয়াছিল, তাহার জন্ত সনদ্বীপের ইতিবৃত্ত বাঙ্গলার ইতিহাসে উজ্জ্বলক্কপে লিখিত থাকিবে। এই সনদ্বীপ অধিকারের জন্ত কেদার রায় কিরূপ বীরত্ব প্রকাশ করিয়াছিলেন, আমরা এ স্থলে তাহারই উল্লেখ করিতেছি - কেদার রায় নৌযুদ্ধে পারদর্শী ছিলেন ; তিনি নৌযুদ্ধ পরিচালনের জন্য কতকগুলি ফিরিঙ্গী বা পটুগীজকে নিযুক্ত করেন। তাহদের মধ্যে কার্ভালিয়স বা কার্ভালে প্রধান । ১৬০২ খৃষ্টাব্দে কেদার রায় অসীম বীরত্ব প্রকাশ করিয়া কার্ভালোর সাহায্যে সনদ্বীপ মোগলদিগের হস্ত হইতে বিচ্ছিন্ন করিয়া লন। কার্ভালো সনদ্বীপের দুর্গে, অবরুদ্ধ হইলে চাটিগরি পটুগীজগণের সেনাপতি ইমাকুয়েল মার্টুম ৪-০ সৈন্ত লইয়া তাহার উদ্ধার সাধন করে। কেদার রায় তাহদের হস্তে সনদ্বীপের শাসনভার প্রদান করেন। সেই সময়ে আরাকান-রাজ মেং রাজাগি বা সেলিম সা • পটুগীজদিগের প্রাধান্তবিস্তার দেখিয় তাহাদিগকে দমন করিতে প্রস্তুত হন। ফিলিপ ডি ব্রিট্রো বা নিকোটি নামে এক জন পটুগীজ আরাকান-রাজের অধীনে ভৃত্যের দ্যায় কাৰ্য্য করিত। ক্রমে সে আপন বুদ্ধি ও ক্ষমতাবলে প্রবল হইয়া উঠিলে, আরাকান-রাজ তাহাকে পেগুর সাইরাম বন্দরের শাসনকৰ্ত্ত নিযুক্ত করেন। ব্রিট্টো ক্রমে আরাকান-রাজের অধীনত-ত্যাগের প্রয়াসী হয়। আরাকান-রাজ তাহা বুঝিতে পারিয়া ব্রিট্টোর দমনে প্রস্তুত হন । সেই সময়ে কার্ভালো কর্তৃক সনদ্বীপ সনদ্বীপের যুদ্ধ। • সেলিম সাকে পটুগীজগণ Xilimxa বলিয়া উল্লেখ করিয়াছেন। আরাকান রাজ মেং রাজাগি ‘লেলিম সাঁ" এই মুসলমান উপাধি ধারণ করিয়াছিলেন। : -