পাতা:প্রতাপাদিত্য-নিখিল নাথ রায়.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

وان سين উঠে। বাদসহি সন্ধির জন্ত মুনিমখার প্রতি অসন্তুষ্ট হইয়াছিলেন। তিনি রাজা তোড়লমল্লকে প্রধান সেনাপতি নিযুক্ত করিয়া দাযুদের বিরুদ্ধে প্রেরণ করেন, মুনিম খাও র্তাহার সহিত যোগ দেন। কয়েকটি সামান্ত যুদ্ধের পর মোগলসেনাপতি দায়ুদকে পাটনা দুর্গে অবরোধ করেন। এই সময়ে বাদসহি স্বয়ং আগরা হইতে বাঙ্গলার অভিমুখে ধাবিত হন। প্রয়াগ পর্যন্ত উপস্থিত হইলে তিনি তথায় একটি দুর্গ নিৰ্ম্মাণ করিয়া তাহার ইলাহাবাদ নাম প্রদান করেন। সেই দুর্গ আজিও অক্ষত শরীরে বিদ্যমান রহিয়াছে । মোগলসেনাপতির সহিত যোগ দিবার জন্ত খt আলম ও রাজ গজপতি প্রভৃতি প্রেরিত হইয়াছিলেন। ইহারা পাটনা আক্রমণ করিলে দায়ুদ ৯৮২ হিজরী (১৫৭৪ খৃঃ অব্দের) ২১এ রবিউলসানির রাত্রিতে নৌকারোহণে পাটনা হইতে নিস্ক্রান্ত হন। বিক্রমাদিত্য দাযুদের যাবতীয় ধনরত্ন নৌকাপূর্ণ করিয়া তৎপশ্চাৎ পলায়ন করেন। * এই সমস্ত ধনরত্ন ক্রমে ক্রমে যশোরে উপস্থিত হয়। সে সমস্ত দায়ুদকে আর প্রত্যপিত হয় নাই। ইহার পর তিনি নানা স্থানে পরিভ্রমণ করায়, ও ক্রমাগত মোগল সৈন্তের সহিত যুদ্ধে ব্যাপৃত থাকায় ঐ সকল ধন রত্নাদি র্তাহার নিকট আনীত হইবার সুযোগ উপস্থিত হয় নাই। এই সমস্ত ধনরত্বের জন্য যশোর অপূৰ্ব্ব শ্ৰীসম্পন্ন হইয় উঠে, এবং ইহাকে অত্যন্ত সুরক্ষিত করা হয়। দায়ুদের ধনরত্ন যে যশোরের শ্ৰীবৃদ্ধির কারণ,. তাহা ইতিহাস ও প্রবাদ একবাক্যে সমর্থন করিতেছে । পাটনা অবরোধের পর মোগল সৈন্ত পাঠান সৈন্তগণের পশ্চাদ্ধাবিত

  • “Sridhar the Bengali, who was Daud’s great supporter, ... and to whom he had given the title of Raja Bikramajit, placed his valuables and treasure in a boat and followed him.” (Nizam-uddin Ahmad.) "