পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o - ৩ অধ্যার । পরিত্রাণ করিতে প্রতিমার অক্ষমতাসূচক এলিয় ভবিষ্যদ্বক্তার উপাখ্যান । বহু দিনের পর, অর্থাৎ তৃতীয় বৎসরে পরমেশ্বরের এই বাক্য এলিয়ের নিকটে উপস্থিত হইল, তুমি যাইয়া অাহাবের নিকটে দর্শন দেও; কেননা আমি পৃথিবীতে বৃষ্টি করিব। আহাতে এলিয় সে সময়ে আহাবের নিকটে দর্শন দিতে গেল। ১ পরে আহাৰ এলিয়কে দেখিয়া কহিল, ইয়ায়েলের দুঃখদায়ক যে তুমি, তুমিষ্ট কি এই ; এলিয় কহিল, আমি ইয়ায়েলকে দুঃখ দি নাই, কিন্তু তুমি ও তোমার পিতৃল৭শ পরমেশ্বরের আজ্ঞালঞ্জন ও বালের অনুগমন করাতে দুঃখ দিলা । এখন তুমি লোক প্রেরণ করিয়া ইসুায়েলের সমস্ত লোককে ও ষ্ট্রষেবলের ভোজাসনে ভোজনকারি বালের চারিশত পঞ্চাশ জন ভবিষ্যদ্বক্তাকে ও চৈতাবৃক্ষের ভবিষ্যদ্বক্তা চারিশত লোককে কর্মিল পৰ্ব্বতে আমার নিকটে একত্র কর । তাহাতে আহাৰ ইস্লায়েলের সমস্ত বণশের কাছে লোক প্রেরণ করিয়া ভবিষ্যদ্বক্তৃগণকে কমিল পৰ্ব্বতে একত্র করিল। পরে এলিয় সমস্ত লোকের নিকটে যাইয়া কহিল, তোমরা কত কাল দুই মতাবলম্বী হইয়া সন্ধিঞ্চ থাকিবা ? যদি পরমেশ্বর প্রভু হন, তবে তাহার পশ্চাদগমন কর; আর যদি বাল প্রভু হন, তবে তাহার প্রশ্চাদগমন কর; 3 ... ! २ प्ले ; ° ।