পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

lo তাহাতে লোকেরা এক কথাদ্বারাও তাহাকে উত্তর দিল না। তাহাতে এলিস লোকদিগকে কহিল, পরমেশ্বরের ভবিষ্যদ্বক্তাদের মধ্যে কেবল আমিই অবশিষ্ট থাকিলাম : কিন্তু বালের ভবিষ্যদ্বক্তৃগণ চারিশত পঞ্চাশ জন আছে। তাহারা দুই বলদ আনুক, এব^ আপনাদের জন্যে এক বলদ মনোনীত করুক, ও তাহ ছেদন করিয়া খণ্ড ২ করিয়া কাষ্ঠোপরি রাখুক, কিন্তু তাহাতে অগ্নি দিবে না; এবণ আমি অন্য বলদ প্রস্তুত করিয়া কাষ্ঠের উপরে রাখিব, কিন্তু তাহাতে অগ্নি দিব না । পরে তোমরা আপনাদের দেবতার নামে প্রার্থনা করিও, ও আমি পরমেশ্বরের নামে প্রার্থনা করিব ; তাহাতে যিনি অগ্নিদ্বারা উত্তর দিবেন, তিনিই প্রভু হইবেন । তথন সকল লোক উত্তর করিল, এ কথা উত্তম। পরে এলিয় বালের ভবিষ্যদ্বক্তৃদিগকে কহিল, তোমরা অনেকে আছ, অতএব তোমরা অগ্রে আপনাদের জন্যে এক বলদ মনোনীত করিয়া প্রস্তুত কর, পরে আপনাদের দেবতার নামে প্রার্থনা কর, কিন্তু তাহার নীচে অগ্নি দিও না। পরে তাহাদিগকে যে বলদ দত্ত হইল, তাহ লইয়া তাহারণ প্রস্তুত করিল, এব^ ‘হে বাল, আমাদিগকে উত্তর দেও, ইহা কহিয়া প্রাতঃকালাবধি মধ্যাহ্নকাল পর্য্যন্ত বালের নামে প্রার্থনা করিল, কিন্তু কোন আকাশবাণী কি উত্তরদায়ী উপস্থিত হইল না ; তাহাতে তাহারণ ঐ কৃত বেদির উপরে লমু দিতে লাগিল। পরে মধ্যাহ্নকালে এলিয় তাহাদিগকে বিদ্রুপ করিয়া কহিল, উচ্চৈঃস্বরে ডাক ; সে দেবতা; ধ্যান করিতেছে, কিম্বা ধাবমান হই