পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ হন্তে নিজ শঙ্কুশকে ছিন্নভিন্ন করিয়াছ। আকাশমণ্ডল তোমার, এব^ পৃথিবীও তোমার ; এই জগৎ ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু তোমার স্থাপিত। ১ তোমার বাহ বলবান ও তোমার হন্ত শক্তিমান ও তোমার দক্ষিণ হন্ত উচ্চতর। ন্যায় ও সুবিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল আছে, অনুগ্রহ ও সত্যতা তোমার অগ্রগামী হয়। যে লোকের আনন্দধ্বনি জ্ঞাত অাছে তাহারা ধন্য ; কেননা হে পরমেশ্বর, তাহারা তোমার মুখের দীপ্তিতে গমনাগমন করে ; এবং সমস্ত দিন তোমার নামে আনন্দিত থাকে। এব^ তোমার দত্ত পুণ্যে উচ্চপদ পায়। যেহেতুক তুমিই তাহাদের বলের ভূষণম্বরপ, ও তোমার তুষ্টিতে আমাদের বলবৃদ্ধি হয়। ২ হে পরমেশ্বর, দেবগণের মধ্যে তোমার তুল্য কে আছে ? এব^ তোমার সমান পবিত্রতাতে আদরণীয় ও ভয়ানকত্ব প্রযুক্ত স্তবনীয় ও আশ্চর্য্য ক্রিয়াকারী কে আছে ? ৩ ও পরমেশ্বর সকলের সৃষ্টি ও শাসনকৰ্ত্ত। পৃথিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু এব৯ জগৎ ও তৰিবালি সকলেই পরমেশ্বরের। ৪ } আদিতে ঈশ্বর আকাশমণ্ডলের ও পৃথিবীর সৃষ্টি করিলেন । ৫ তুমি প্রথমে পৃথিবীর মূল স্থাপন করিয়াছ, এব^ আকাশমণ্ডল তোমার হস্তকৃত। উভয়ই বিনষ্ট হইবে, কিন্তু ১ গী ৮৯; ৬-১১ । ২ গী ৮৯; ১৩-১৭ ৩ যা ১৫ ; ১১। ৪ গী २8 ; ° । 0 स्नl S ; P !