পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ - তুমি নিত্য; সে সমস্ত বস্ত্রের ন্যায় জৰ্জ্জুরীভূত হইবে, এবPA তুমি বন্ত্রের ন্যায় খুলিলে তাহার পরিবর্তন হইৰে ; কিন্তু তুমি নিত্য, তোমার বৎসরের ক্ষয় কদাচ হইবে না। ১ পরমেশ্বর রাজত্ব করেন, অতএব পৃথিবীস্থ লোকেরা উল্লালিত হউক, ও উপদ্বীপস্থ সমূহলোক আনন্দিত হউক। মেঘ ও অন্ধকার তাহার চতুদিগে থাকে, ধৰ্ম্ম ও সুবিচারের দ্বারা তাহার সিংহাসনের স্থিতি হয়। চতুৰ্দিগন্থ বৈরিগণদন্ধকারি অগ্নি তাহার আগ্নে আছে। র্তাহার বিদ্যুৎ জগৎকে দীপ্তিমান করে, তাহ দেখিয়া পৃথিবী কক্সাম্বিত হয়। পরমেশ্বরের সাক্ষাতে, অর্থাৎ তাবৎ পৃথিবীর প্রভুর সাক্ষাতে পৰ্ব্বতগণ লাক্ষর ন্যায় গলিত হয়। আকাশমণ্ডল তাহীর ধৰ্ম্ম প্রকাশ করে, ও তাবৎ লোক র্তাহার মহিমা দেখে। (অতএব) যে সকল লোক প্রতিমা পূজা করে, ও পুত্তলিকাতে শ্লাঘা করে, তাহার, লজ্জিত হউক। ২ o কেননা পরমেশ্বর মহান ঈশ্বর, ও তাবৎ দেবতার উপরে মহারাজ। পৃথিবীর তাবৎ নীচস্থান তাহার হস্তগত, এৰণ পৰ্ব্বতের তাবৎ উচ্চস্থান তাহার অধিকার । এবণ সমুদ্র ৰ্তাহার, তিনি তাহার সৃষ্টি করিলেন, ও তাহার হস্ত শুস্ক ভূমি নিৰ্ম্মাণ করিল। আইস, আমরা সৃষ্টিকৰ্ত্ত। পরমেশ্বরকে প্রণাম করি, ও হাটু পাতিয়া তাহার ভজনা করি। কেননা তিনি আমাদের ঈশ্বর ও আমরণ র্তাহার হস্তগত লোক ও ক্ষেত্রের মেষম্বরূপ। ৩ : পরমেশ্বরই সত্য ঈশ্বর ; তিনিই অমর ঈশ্বর ও নিত্য ১ গী ১৭২ ; ২৫-২৭ ২ গ্ৰী ৯৭ ; ১-৭ । ৩ গী ৯৫ ; ৩.৮।