পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శ్రీ "হে প্রিয় বালকগণ, তোমরা দেবপ্রতিমাহইতে আপমাদিগকে রক্ষা কর । ১ - কিন্তু যদি তোমাদের মন ফিরে ও তোমরা মনোযোগ না করির ভুান্ত হইয়া অন্য দেৱগণকে প্রণাম কর ও তাহাঙ্গেয় সেৰা কয় ; তবে অদ্য আমি তোমাদিগকে জ্ঞাত্ত করিতেছি, তোমরা নিতান্ত বিনষ্ট হইবা, আমি তোমাদের প্রতিকূলে আকাশ ও পৃথিবীকে সাক্ষী করতেছি ; আমি তোমাদের সন্মুঝে, জীবন ও মৃত্যু, এব^ আশীৰ্ব্বাদ ও শাপ রাখিলাম। অতএব তোমরা আপন প্ৰভু পরমেশ্বরেতে প্রেম করিতে ও র্তাহার আজ্ঞা মানিতে ও র্তাহাতে আসক্ত হইতে জীবন মনোনীত কর, তাহাতে তোমরা সৰ"শে বাচিৰ | ২ - ১১ অধ্যায় । প্রতিমাপূজা পরিত্যাগার্থে পরমেশ্বর ইস্রায়েল লোকদিগকে দঢ় নিয়মে বদ্ধ করেন। পরমেশ্বর হোরেরে ইসুয়েল বলশের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তম্ভিন্ন মোয়াব দেশে তাহদের প্রতি যাহ। করিতে মূসাকে আজ্ঞা দিলেন, সেই নিয়মের এই কথা। ৩ পরে মূসা ইসুয়েলের সমম্ভ বংশকে ডাকিয়া কহিল । পরমেশ্বর তোমাদিগকে যেমন কহিয়াছেন, এবN তোমাদের দুৰ্ব্বপুরুষ ইব্রাহীম ও ইসহাক ও যাকুবের প্রতি যেমন দিব্য করিয়াছেন, তজপ তিনি যেন তোমাদিগকে - ১। ১ ছেঃ ৫ : ২১ । ২ দ্বি ৩•৫১৭-১৯। গুৰি ২৯ ১ ।