পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

هجہ আপন লোক স্বরুপ স্থাপন করেন ও তোমাদের ঈশ্বর ছন ; এই নিমিত্তক ষে নিয়ম ও ষে দিব্য তোমাদের প্রভু পরমেশ্বর অদ্য তোমাদের সঙ্গে স্থির করবেন, তোমাদেৱ প্ৰভু পরমেশ্বরের সহিত তাহ স্থির করিতে তোমরা সকলে, অর্থাৎ তোমাদের ব°Nশীয় সেনাপতিগণ ও প্রাচীনগণ ও অধ্যক্ষগণ ও ইসুয়েলের তাবৎ পুরুষ ও তোমাদের সন্তানেরা ও ভীৰ্য্যাগণ ও তোমাদের কাষ্ঠচ্ছেদক অবধি জলবাহক পর্যন্ত শিবিরের অন্তরস্থ বিদেশি লোকের, সকলে অন্য আপন প্ৰভু পরমেশ্বরের সাক্ষাতে দণ্ডায়মান আছ। আমি এই নিয়ম ও দিব্য কেবল তোমাদের সহিত করি তাহা নয়; কিন্তু আমাদের প্রভু পরমেশ্বরের সন্মুখে অামাদের সহিত অদ্য এই স্থানে যে জন দাড়াইয়া আছে, ও যে জন আমাদের সঙ্গে অদ্য দাড়াইয়া নহে, তাহাদেরও সহিত অদ্য আমি এই নিয়ম স্থির করি। আমরা মিসৰ্বদেশে যেরূপে বাস করিয়াছি, এব^ লেই জাতিদের নিকট দিয়া ষেরূপে আসিয়াছি, তাহা তোমরা জ্ঞাত আছ; এৰ^ তাহাদের ঘৃণাহ বস্তু অর্থাৎ কাষ্ঠময়ী ও পাষাণময়ী ও স্বর্ণময়ী সকল প্রতিমা দেখিয়াছ। অতএব তোমাদের কোন পুরুষ কিম্বা স্ত্রী কিম্বা পরিবার কিম্ব’ ৰ"শ এই জাতিদের দেৱগণের পশ্চাদগামী হইয় তাহাদের লেধা বৃত্ত যেন না হয়, এব৯ স্বাগদান ও পিন্তোৎপাদক মূল তোমাদের মধ্যে যেন উৎপন্ন না হয় ; এবং এই শাপের কথা শুনিয়া,আমি আপন মনে অভিলাষানুসারে চলিয়া তৃষ্ণ প্রযুক্ত মন্ত হইলেও আমার মঙ্গল হইবে, মনে ২