পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

vტv&) আপনাকে এই আশীৰ্ব্বাদ কেহ যেন না করে, এই বিষয়ে সাবধান হও । পরমেশ্বর তাহাকে ক্ষমা করিতে সম্মত হইবেন না,কিন্তু সেইমনুষ্যের প্রতিকূলে পরমেশ্বরের ক্রোথাগ্নি প্রজ্বলিত হইবে, ও এই পুস্তকে লিখিত তাৰও শাপ তাহাতে আশ্রয় করিবে,এবN পরমেশ্বর আকাশের অধোহইতে তাহার নাম লোপ করিবেন। এব^ পরমেশ্বর এই ব্যবস্থাগ্রন্থে লিখিত নিয়মের তাবৎ শাঙ্গানুসারে অমঙ্গলার্থে ইসুয়েলের সমস্ত বsশহইতে তাহাকে পৃথক করিবেন। তাহাতে পরমেশ্বর এ দেশের উপরে সে সকল অাদ্বীত ও রোগ আনিয়াছেন তাহ, এবং পরমেশ্বর আপন ক্রোধ ও প্রতাপে যে সিদোম ও অমোর ও অদ্মা ও সিবোয়িম নষ্ট করিলেন, তাহার মত তাহার সমস্ত ভূমি গন্ধক ও লবণ ও দহনেতে পরিপূর্ণ হইয়া বুনা যায় না, ও ফলোৎপত্তি করে না, ও তাহাতে কোন তৃণ হয় না, এ সকল দেথিয় তৈামাদের পরে উৎপন্ন তোমাদের ভাবি সন্তানদের ব৯শ এবং দূরদেশহইতে আগত বিদেশি লোকেরা, অর্থাৎ সমস্ত জাতীয়ের এই কথা কহিবে, পরমেশ্বর এ দেশের প্রতি কেন এমত করিলেন র্তাহার মহা ক্রোধ গুজ্বলিত হওনের কারণ কি ? তখন লোকেরণ হাদের পূৰ্ব্বপুরুষদিগকে বাহির করিয়া আনয়ন সময়ে তাহাদের সহিত যে নিয়ম করিয়াছিলেন, সেই নিয়ম তাহারা লঞ্জন করিয়াছে। তথাৎ তাহারা যাইয়া অন্য দেবগণের সেবা করিয়াছে এব^ আপনাদের অজ্ঞাত ও পরমেশ্বরের অদত্ত দেবগণকে প্রণাম করিয়াছে এই জন্যে