পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○特 ১৩ অধ্যায় | প্রতিমাপূজাহইতে যে সকল পাপকৰ্ম জন্মে তাহার বিশেষ বৃত্তান্ত । ১ জটলা ও মাতলামী। যাহারা সূরাপানের চেষ্টা করিতে প্রত্যুষে উঠে এব^ দ্রাক্ষারসে উত্তপ্ত হইতে সায়^কালে অনেক রাত্রি পর্যন্ত বসিয়া থাকে, তাহাঁদের সন্তাপ হইবে। তাহাদের ভোজেতে বীণা ও নেবল ও তবল ও বাশি ও দ্রাক্ষারসের আয়োজন হয়, কিন্তু তাহারা পরমেশ্বরের কমু মানে না, ও তাহার হস্তের কৰ্ম্ম বিবেচনা করে না । ১ বেশ্যাগমন ও দ্রাক্ষারস ও নুতন দ্রাক্ষারসদ্ধারণ মনুষ্যগণ হতবুদ্ধি হয়। ২ এক সময়ে রাজা বেলশৎসর আপন সহসু অমাত্যের নিমিত্তে মহাভোজ প্রস্তুত করিল, এবও সেই সহসুের সাক্ষাতে দুাক্ষারস পান করিন্তু। এব^ দ্রাক্ষারস পান করণ সময়ে রাজা ও তাহার অধ্যক্ষগণ ও পত্নীগণ ও উপপত্নীগণের পানার্থে পিতামহ নিৰুশ্বদনিৎসর কর্তৃক যিরশালমন্থ মন্দিরহইতে আনীত যে সুবর্ণ ও রূপার পাত্র, তাহা অানিতে বেলশৎসৱ আজ্ঞা করিল। তখন ফিরুশালমস্থ প্রাসাদহইতে অর্থাৎ ঈশ্বরের মন্দিরহইতে সুবর্ণপাত্র সকল আনীত হইলে রাজা ও অধ্যক্ষগণ ও তাহার পত্নীগণ ও উপপত্নীগণ তাহাতে পান,করিল। এব^ দ্রাক্ষারস পান २ शि* ¢ ; २२, २२ । २ cश 8 ?, २२ । *