পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిస్క్రి কৃতজ্ঞও হয় নাই, এই নিমিত্তে তাহাদের বিতর্ক সকলি বিফল হইল, এব^ তাহদের বিৰেক শূন্য মন অন্ধকারে ময় হইল । তাহারণ আপনাদিগকে জ্ঞানী জানিয়া অজ্ঞান হইল, এব^ অনশ্বর ঈশ্বরকে গৌরব না দিয়া নশ্বর মনুষ্য ও পশু ও পক্ষী ও উরোগামি প্রভৃতি আকৃতি বিশিষ্ট প্রতিমাকে তাহ দিল । , এই প্রকারে তাহারা ঈশ্বরের সত্যধৰ্ম্মের পরিষত্ত্বে মিথ্যাধৰ্ম্ম গ্রাহ্য করিয়া সত্য সচ্চিদানন্দ সৃষ্টিকৰ্ত্তাকে ত্যাগ করিয়া সৃষ্ট বস্তুর পূজা ও সেবা করিল ; এই জন্যে ঈশ্বর তাহাদিগকে কুক্রিয়াতে সমপর্ণ করিয়া আপন ২ কুঅভিলাষেতে আপন ২ শরীরকে পরল্পর অপমানগ্রস্ত করিতে দিলেন। তাহারণ আপনাদের মনে ঈশ্বরকে স্থান দিতে অসম্মত হওয়াতে ঈশ্বর তাহাদিগকে দুষ্টমনা হইতে ও অসঙ্গত ক্রিয়া করিতে দিলেন । অতএব তাহারা তাবৎ অন্যায় ও ব্যভিচার ও দুষ্টতা ও লোভ ও জিঘা^সা এব^ ঈর্ষা ও বন্ধ ও বিবাদ ও চাতুরী ও কুরীতি ইত্যাদি দুয়ুৰ্ম্মে পরিপূর্ণ হইয়া কর্ণেজপ ও অপবাদী ও ঈশ্বরদ্বেষক ও হি^সক ও অহঙ্কারী ও আত্মগান্ধী ও কুকৰ্ম্মের উৎপাদক ও পিতামাতার অনাজ্ঞাবহ ও অবিচারক ও নিয়ম লক্ষ্মনকারী ও স্নেহরহিত ও অতিদ্বেষী ও নিৰ্দ্দয় হইয়া উঠিল। যাহার এতজপ কৰ্ম্ম করে,তাহারাই মৃত্যুর যোগ্য, ঈশ্বরেয় এমত বিচার জানিয়াও তাহারা এমত কৰ্ম্ম আপনারাই করে, তাহা কেবল নয়, কিন্তু এরূপ কৰ্ম্মকারি লোকৃেতেও সন্তুষ্ট থাকে। ১ ৯ রে! ১ ; ২০-২৫ এব^ ২৮-৩২ !