পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

করিব ? তোমার সন্তানগণ আমাকে ত্যাগ করে, ও যাহার ঈশ্বর নয়, তাহাদের নাম লইয়া শপথ করে ; আমি তাহাদিগকে শপথ করাইলেও তাহারণ ব্যভিচার করে ও বেশ্যার বাটীতে গিয়া একত্র হয়। তাহার কামাতুর অশ্বের সদৃশ অস্থির হইয় প্রত্যেক জন আপন প্রতিবাসিনী স্ত্রীর প্রতি হুেষা করে পরমেশ্বর কহেন, এই সকলের নিমিত্তে আমি কি তাহাদিগকে দণ্ড দিব না ও এমত লোকদিগকে কি প্রতিফল দিব না.১ • প্রতিফল দেওয়া আমার কৰ্ম্ম ; যে সময়ে তাহাদের প৷ পিচ্ছলিবে, সেই সময়ে তাহাদের দণ্ড হইবে , তাহাদেগ্ধ ক্লেশের দিবস নিকটবৰ্ত্তা, ও তাহাদের প্রতি নিরূপিত দুৰ্গতি শীঘু আসিবে। ২ " ব্যভিচারী, কি লক্ষ্মট, কি দেবপূজকদের মধ্যে গণিত লোভী, ইহারাষ্ট্রীষ্টের অর্থাৎ ঈশ্বরের রাজ্যে কোন অধিকার পাইবে না। কিন্তু যাহারা ভীরু ও অবিশ্বাসী ও ঘৃণ্য কৰ্ম্মকারী ও নরহত্যাকারী ও বেশ্যাগামী ও মায়ারী ও দেৰপূজক, তাহার এব^ তাবৎ মিথ্যাবাদী অগ্নি ও গন্ধকের প্রজ্বলিত হূদে অধিকার পাইৰে; এই দ্বিতীয় भ्रूडूण ।। ० ● কিন্তু শিল্পগণ হৃষ্টপুষ্ট স্কুল হইয় পদাঘাত করল এব^ তাহার হৃষ্টপুষ্ট ও তৃপ্ত হইয় আপন সৃষ্টিকৰ্ত্তা ঈশ্বরকে ত্যাগ করিল ও আপন ত্রাণের পর্বতকে লঘু জ্ঞান করিল, ও তাহার অন্য দেবগণের পূজা করিয়া উাহাকে ক্রুদ্ধ করিল ও ঘৃণা কৰ্ম্মকরিয়া ঠাহার ক্রোধ > fदद्भ a ; १ । ९ हि e९ ; ०¢ । ७ ईयरू ¢ ? & ।