পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86. জন্মাইল। এব° তাহারা ঈশ্বরের উদেশে বলিদান করিয়া পূৰ্ব্বে যে দেবগণকে জানিত না, অর্থাৎ তোমাদের পূৰ্ব্বপু, রুষেরা যাহাদিগকে ভয় করে নাই, এমত আধুনিক ও নিকটবৰ্ত্তি স্থানহইতে উপস্থিত দেবগণের উদেশে হোম করিল। এব^ তাহারণ আপন জন্মদায়ি পৰ্ব্বতকে মানিল না, ও আপন সৃষ্টিকারি ঈশ্বরকে বিস্মৃত হইল। এমত দেথিয় পরমেশ্বর আপন পূত্র ও কন্যাদের প্রতি অসন্তুষ্ট হইয়া ঘৃণা করিয়া কহিলেন, আমি তাহাদের হইতে মুপিন মুখ আচ্ছাদিত করিব, তাহাতে তাহাদের শেষ কি ঘটিবে, তাহ "আঁমি দেখিব; কেননা তাহারা সবশে বিপথগামী, ও সকুলে বিশ্বাসহীন। তাহারণ অনীশ্বরদ্বারা আমার ক্রোধ জন্মায়, ও আপনং বিগ্রহদ্বারা আমাকে কোপান্বিত করে ; এব^ আমিও অগণ্য লোকের দ্বারা তাহাদিগকে উত্তাপযুক্ত করিব, ও বাতুল জাতিদ্বারা তাহাদিগকে ক্রোধাম্বিত করিব। আমার ক্রোধরপ আমি প্রজ্বলিত হইলে অধঃস্থ নরক পর্য্যন্ত দগ্ধ করিবে, এব^ পৃথিবী ও তন্মধ্যস্থ উৎপন্ন বস্তু নষ্ট করবে, ও পৰ্ব্বতের মূল প্রজ্বলিত করবে। আমি তাহাদের অমঙ্গল বৃদ্ধি করিব, ও তাহাদের প্রতি আমার বাণ সকল ত্যাগ করিব। এব^ তাহারণ দুর্ভিক্ষে ক্ষীণ হইবে, এবণ মহামারীতে ও কঠিন সম্পইারেতে বিনষ্ট হইবে, ও আমি তাহাদের প্রতি জন্তুদের দন্ত ও ধলগ সপের বিষ প্রেরণ করিব। এবং বাহিরে খড়গ ও অন্তরে ভয়দ্বারা তাহাদের যুবা ও কুমারী ও দুগ্ধপোষ্য ও শুক্লকেশ বৃদ্ধ বিনষ্ট হইবে " ১ দ্বি ৩২ ; ১৫ ২৫ । ”