পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6) এব^ প্রত্যেক উচ্চ পৰ্ব্বতের উপরে ও প্রত্যেক নবীন বৃক্ষের নীচে প্রতিম ও চৈত্য বৃক্ষ স্থাপন করিল। এব^ পরমেশ্বর তাহাদের সমূখহইতে যে অন্যদেশীয়দিগকে দূর করিয়াছিলেন, তাহদের ন্যায় আপনাদের সকল উচ্চস্থানে ধূপ দ্বালাইল, এব৯ পরমেশ্বরকে ক্রুদ্ধ করিতে পাপ করল। এবণ পরমেশ্বর যে বিষয়ে কহিয়াছিলেন, এমত কৰ্ম্ম করিও না, তাহাই অর্থাৎ দেবগণের সেবা করল। তথাপি তোমরা আপনাদের পাপপথহইতে ফির, এবণ" আমি তোমাদের পিতৃলোকদিগকে যে সমস্ত ব্যবস্থা দিয়াছি, ও আমার ভবিষ্যদ্বক্তৃ দানদের হস্তদ্বার। তোমাদের নিকটে পাঠাইয়াছি, তদনুসারে আমার আজ্ঞা ও বিধি পালন কর, এ কথা কহিয়া পরমেশ্বর সকল ভবিষ্যদ্বক্তা ও দর্শকদের দ্বারা ইসুয়েলের ও যিহুদার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন । কিন্তু তাহারা তাহ শুনিতে সম্মত না হইয় তাহদের প্রভু পরমেশ্বরেতে অপ্রত্যয়কার পূৰ্ব্বপুরুষদের ন্যায় আপনাদের গ্রীব দৃঢ় করিল। এব^ তাহারা তাহার বিধি, এৰ^ তাহাদের পিতৃলোকদের প্রতি স্থাপিত তাহার নিয়ম, এব^ তাহাদের প্রতি দত্ত র্তাহার সাক্ষ্য অবজ্ঞা করিয়া অসার প্রতিমার অনুগামী হইল ; এবং পরমেশ্বর যে, চতুদিগস্থ অন্যদেশীয়দের অনুযায়ি কৰ্ম্ম করিতে নিষেধ করিয়াছিলেন, তাহারা হতবুদ্ধি হইয় তাহাদেরই অনুগামী হইল। তাহারা আপনাদের প্রভূ পরমেশ্বরের তাবৎ আজ্ঞা লঙ্কন করিল, ও আপনাদের জন্যে ছাচে ঢালা দুই বৎস নির্মাণ করিল, এব^ চৈত্য বৃক্ষ স্থাপন করিল, ও আকাশের জ্যোতির্গ