পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(* b. পরমেশ্বরের দূত হঠাৎ তাহাকে প্রহার করিল, তাহাতে সে কাটদ্বারা ক্ষয়প্রাপ্ত হইয়া প্রাণত্যাগ করিল। ১ g প্রতিমা পূজার নিমিত্তে এক মহাজার্ডির ঈশ্বর কর্তৃক পরিত্যক্ত হওন। পরে অশূরের রাজা তাবৎ দেশ হস্তগত করিল, ও শোমিরোণে যাইয়া তিন বৎসর পর্য্যন্ত তাহ রোধ করিয়া থাকিল। পরে হোশেয়ের অধিকারের নবম বৎসরে অশূরের রাজ শোমিরোণ হস্তগত করিয়া ইসুয়েল লোকদিগকে অশূন্ত্র দেশে লইয়া গেল, এবণ হলহে ও গোষন দেশীয় হাবোৰ নদীতীরে ও মাদীয়দের নগরে তাহাদিগকে স্থাপন করিল। কেননা ইসুয়েল বণশকে মিসর দেশহইতে অর্থাৎ মিসরের ফিরেী রাজের হস্তহইতে আনিয়াছিলেন যে তাহাদের প্রভু পরমেশ্বর, তাহার বিরুদ্ধে তাহারণ পাপ করিল ও অন্য দেবগণকে ভয় করিল। এবণ পরমেশ্বর ইস্রায়েল ব^শের সমুথহইতে যে অন্যদেশীয়দিগকে দূর করিয়াছিলেন, তাহাদের এব^ ইসুয়েলের রাজগণের নিণাত বিধির অনুসারে চলিল। যে কৰ্ম্ম কৰ্ত্তব্য নয়, ইসুয়েল ব^শ আপন প্রভু পরমেশ্বরের বিরুদ্ধে তাহাই গুপ্তরূপে করিল, এব৯ রক্ষাগৃহ অবধি প্রাচীর বেষ্টিত নগর পর্য্যন্ত আপনাদের সকল নগরে আপনাদের জন্যে উচ্চস্থান নিৰ্ম্মাণ করিল • ১ প্রে ১২ ; ২৭, ২৩ ।