পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& e ক্ষগণ ও অধিপতিগণ ও শাসনকর্তৃগণ ও রাজকর্তৃগণ একত্র হইয় তাহাদের এই তিন জনকে অবলোকন করিলে তাহাদের শরীরে অমির কোন চিহ্ন নাই, এব^ তাহাদের মস্তকের এক কেশও দগ্ধ হয় নাই,ও যন্ত্রও বিকৃত হয় নাই, এব^ তাহাদের গাত্রে অমির গন্ধও নাই ইন্থা দেখিল। পরে নিৰুশ্বদনিৎসর এই কথা কহিল, শঙ্কুক ও মৈশক ও আবেদনিগোর ঈশ্বর ধন্য ; তিনি আপন দূত প্রেরণ করিয়া যে দাসেরণ র্তাহাকে বিশ্বাস করিয়ী রাজবাক্য অন্যথা করিল, এব^ যেন আপন ঈশ্বর ব্যতিরেকে অন্য কোন দেবগণের সেবা ও পূজা না করে, এই নিমিত্তে আপন শরীর দিল, তাহাদিগকে উদ্ধার করিলেন। আর ভিন্নজাতি কি ভিন্নভাষাবাদী যে কোন লোক শঙ্কুক ও মৈশক ও অবেদনগোর ঈশ্বরের প্রতিকূলে কোন ভুান্তির কথা কহিবে, তাহারা খণ্ড বিখণ্ড হইবে, ও তাহাদের ঘর বাটী সারের ঢ়িব করা যাইৰে, এই নিয়ম আমি স্থির করিতেছি ; কেননা এ প্রকার উদ্ধার করিতে কোন দেবতার সাধ্য নাই। তথম রাজা বাবিল প্রদেশে শদক ও মৈশকৃ আবেদনিগোর পদবৃদ্ধি করিয়াদিল । ১ ১৬ অধ্যায় । পৃথিবীহইতে প্রতিমা পূজার মূলোৎপাটন इड्रेट्रा, झेश श्रेश्वघ्नकङ्गक निक*िऊ । তুমি পরমেশ্বরের ভয়ানকত্বহইতে ও র্তাহার মহিমার তেজহইতে পৰ্ব্বতে পুবেশ করিয়৷ ধূলাতে লুক্কায়িত


--- - - -o" "

> न1 > ; २8-७० ।।