পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬১ ছও। মানুষের গৰ্ব্বিত দৃষ্টি থৰ্ব্ব হইবে, ও নশ্বর মনুম্যের গৰ্ব্ব থৰ্ব্ব হইবে, এৰণ সেই দিনে কেবল পরমেশ্বর উন্নত হইবেন। কেননা সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের দিন মহৎ ও উচ্চ বস্তুর বিপরীত ও পুত্যেক উন্নত বস্তুর বিপরীতে উপস্থিত হইবে, তাহাতে সে বস্তু নত হইৰে ? তাহাতে মনুষ্যের উন্নতি নত হইবে, ও নশ্বর মনুষ্যের গৰ্ব্ব থৰ্ব্ব হইবে ; সেই দিনে কেবল পরমেশ্বর উন্নত হইবেন। এবং প্রতিমাগণ সৰ্ব্বতোভাবে লুপ্ত হইবে। যখন পরমেশ্বর শঙ্কাদ্বারা পৃথিবীকে আঘাত করিতে উঠিবেন, তথন লোকেরা পরমেশ্বরের ভয়ানকত্বহইতে ও র্তাহার মহিমার তেজহইতে পৰ্ব্বতের গুহাতে ও ভূমির গৰ্ত্তে পুৰেশ করবে। এবণ যখন পরমেশ্বর শঙ্কাদ্বারা পৃথিবীকে আঘাত করিতে উঠিবেন, তখন মনুষ্যগণ পূজার্থে স্বহস্তে নিৰ্ম্মিত স্বর্ণ রৌপ্যাদির প্রতিমাগণকে উন্দুর ও চামচিকার কাছে নিক্ষেপ করিয়া পরমেশ্বরের ভয়ানকত্বহইতে ও র্তাহার মহিমার তেজহইতে পৰ্ব্বতের গহ্বরে ও পৰ্ব্বতর ফাটাতে প্রবেশ করবে। অতএব নালাগে প্ৰাণ ধারণ করে যে মনুষ্য, তাহাতে বিশ্বাস করিও না, কেননা সে কাহার মধ্যে গণ্য হইতে পারে ? ১ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর কহেন, সেই দিনে আমি দেশহইতে দেবগণের নাম লুপ্ত করিব, তাহারা আর স্মরণে আসিৰে না; এব^ আমি মিথ্যা ভবিষ্যদ্বক্তৃগণকে ও অপবিত্র আত্মাকে দেশহইতে দূর করব। ২ পৃথিবীর প্রান্তভাগ পর্যন্ত লোকেরা পরমেশ্বরকে স্মরণ ১ যিশ যত ১০-১২ এবং ১৭-২২ ইসিখ ১৩:২।