পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 না, ও চক্ষু থাকিতেও দেথিতে পায় না । এবণ কর্ণ থাকিতেও শুনিতে পায় না, ও নাসিক থাকিতেও আঘুণ পায় না। এবণ হস্ত থাকিতেও সর্শ করিতে পারে না, ও পদ থাকিতেও গমন করিতে পারে না, এলপ গলার নলী দিয়া কথ) কহিতে পারে না। যেমন তাহারা, তাহাদের নিৰ্ম্মাণকৰ্ত্তার এবণ তাহাদের প্রতি বিশ্বাসকারি সকলও তদ্রুপ | ১ লোকদের বিধি মিথ্যা; কারুকর, কনের বৃক্ষ ছেদন করিয়া অস্ত্রদ্বার স্বহস্তে প্রতিমাগণকে নিৰ্ম্মাণ করে। পরে রূপ ও স্বর্ণেতে তাহাদিগকে অলস্কৃত করে ; এব^ তাহার, যেন নিশ্চল হয় এই নিমিত্তে হাতুড়ি দিয় তাহাদিগকে প্রেকে বদ্ধ করে। ইহাতে তাহারা তাল বৃক্ষের ন্যায় আড়ষ্ট হইয়া থাকে, তাহার কথা কহিতে অসমর্থ ও চলিতে অশক্ত, এ কারণ তাহাদিগকে বহিতে হয় ; অতএব তাহাদের হক্টতে ভীত হইও না, তাহারণ ক্ষতি করিতে পারে না, এব^ মঙ্গল করিতে তাহাদের ক্ষমতা নাই | ২ লোক তোড়াহইতে স্বর্ণ বাহির করে, ও নিক্তিতে তাহা তেল করে ; এবণ স্বর্ণকারকে বামা দিলে, সে তাহাদ্বারা এক দেবতা নিৰ্ম্মাণ করে, তাহাতে তাহার। তাহার কাছে হাটু পাতিয় তাহার পূজা করে। এব^ তাহাকে স্কন্ধে করিয়া বহন করে, ও স্বস্থানে রাখিলে সে দণ্ডায়মান হয়, কিন্তু সে আপন স্থানহইতে গমন করে ১ গী। ১১৫ ; ১-৮ । ২ ঘির । ১০ ; ৩-৫ ।