পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& না, এব^ কেহ তাহার কাছে প্রার্থনা করিলে উত্তর দেয় ন, ও তাহাকে বিপদহইতেও উদ্ধার করে না। ১ ২ অধ্যায়। zপৗত্তলিকদের নিৰ্বোধত । প্রতিমা খোদক তাৰৎ লোকই অসার ; তাহাদের সেই সুন্দর প্রতিমাগণেতে কিছু ফল নাই। যে কেহ দেবতা নিৰ্ম্মাণ করে ও অকৰ্ম্মণ্য প্রতিমা স্থাপন করে, সে যেন লজ্জিত হয়, এই নিমিত্তে তাহারা যে কিছু দেথিতে পায় না ও বুঝিতে পারে না, ইহা আপনার সাক্ষ্য দিতেছে। ২ এব^ যে ছুতার সূত্রপাত করে ও অন্ত্রের দ্বারা তাহার আকারের চিহ্ন দেয়, ও তীক্ষু অস্ত্রদ্বারা সেই কৰ্ম্ম করে, এব^ কোম্নাস দিয়া তাহার আকারের পরিমাণ করে, এৰ^ আপন বাটীতে রাথিবীর জন্যে মনুষ্যের আকার ও সৌন্দর্য্যানুসারে তাহ নিৰ্ম্মাণ করে। সে অাপন কার্য্যের নিমিত্তে এরস বৃক্ষ ছেদন করে, এব^ তস ও আলোন বৃক্ষ গ্রহণ করে, ও বন বৃক্ষদের মধ্যে এক দৃঢ় বৃক্ষ মনোনীত করে। এব^ ওরণ বৃক্ষ রোপিত ও বৃষ্টিদ্বারণ পালিত হইলে দগ্ধ করণ।র্থে মনুষ্যের অধিকার হয় । সে তাছার কিছু লইয়া আগুণ পোহায়, এব^ তাহাদ্বারা তুন্দুর তপ্ত করিয়া রুট প্রস্তুত করে, এবN তাহাদ্বারা এক দেবতা নিৰ্ম্মাণ করিয়া তাহার ভজনা so فد ১ যিশ । ৪৬ ; ৬, ৭ । ২ দ্বিশ । ৪৪ ; ৯ ।