পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬৭ আর যাহাদের মধ্যে আমি প্রধান এমত পাপি লোকদের পরিত্রাণের জন্যে গুষ্ট যাপ্ত জগতে অবতীর্ণ হইলেন, এ কথা বিশ্বসনীয় ও সকলের গ্রহণীয়। ১ অদ্বিতীয় এক ঈশ্বর আছেন, এবণ র্তাহার ও মনুষ্যদের মধ্যে অদ্বিতীয় এক মধ্যস্থ যে পুরুষ খ্ৰীষ্ট যীশু তিনি সকলের মুক্তির মূল্যার্থে আপনার প্রাণ দিলেন । ২ ঈশ্বর জগতের প্রতি এমন প্রেম করিলেন, যে আপনার অদ্বিতীয় পুত্রকে প্রদান করিলেন ; তাহাতে যে কেহ তাহাতে বিশ্বাস করিবে, সে বিনষ্ট না হইয়া অনন্ত পরমায়ুঃ পাইবে । ৩ তিনি আমাদের আজ্ঞালঞ্জনের নিমিত্তে ক্ষতবিশিষ্ট ও আমাদের অধৰ্ম্মের নিমিত্তে চূর্ণ হইলেন, এব^ আমাদের মঙ্গলজনক শাস্তি র্তাহার উপরে বৰ্ত্তিল, এব^ তাহার ক্ষতদ্বারা আমাদের স্বাস্থ্য হয়। আমরা সকলে মেষগণের ন্যায় ভূমণকারী, ও প্রত্যেক জন স্বপথগামী হইলে পরমেশ্বর আমাদের সকলের এই অধৰ্ম্মের ফল তাহার উপরে বক্তাইলেন । এবণ আদায় করা গেলে তিনি তাহ দিলেন। ৪ তভিন্ন অার কাহারোহইতে পারত্ৰাণ হইতে পারে না ; যাহাদ্বারা ত্ৰাণ পাওয়া যায়, ভূমণ্ডলস্থ লোকদের মধ্যে এমন আর কোন নামই প্রচারিত হয় নাই। ৫ অতএব হে ভাতৃগণ, এই ব্যক্তিদ্বারা পাপমোচন হয়, ইহা তোমাদের প্রতি প্রচারিত আছে। ফলত মুলার ব্যবস্থাতে তোমরা যে, দোষহইতে মুক্ত SSS SBBSS SBBSS S BBBS S BB to ઉ૭; 6,૭ 1 (t cs 8 ; ગરમ