পাতা:প্রতিমা পূজাবিষয়ক বাইবেলোক্ত বিচার.djvu/৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ročo বড় বৃষ্টিতে আশ্রয় ও শুষ্ক স্থানে জলস্রোত ও মরীচিকা ভূমিতে মহাপধ্বতের ছায়া, ঐ পুষষ তদ্রুপ হইবেন । ১ আমার ধৃত ও মনোনীত ও মনস্তুষ্টিজনক সেবককে দেখ, আমি তাহার উপরে আপন আত্মাকে স্থায়ী করিব, তাহাতে তিনি অন্যদেশীয়দের নিকটে রাজ্যনীতি প্রচলিত করিবেন । ২ কেননা আমাদের নিমিত্তে এক বালক জন্মিবে, ও আমাদিগকে এক পুত্র দত্ত হইবে, ও তাহার স্কন্ধের উপরে তাৰ ২ কর্তৃত্বভার সমপিত হইবে ; ও তাহার নাম অাশ্চম ও মন্ত্রী ও বলবান ঈশ্বর ও অনন্তকালীয় পিতা ও শান্তিরূপ রাজ্য হইলে এব৯ তাহার কর্তৃত্ব ও মঙ্গলবৃদ্ধির শেষ হইবে না, এব^ তিনি দায়ুদের সিংহাসনের ও রাজ্যের কৰ্ত্তণ হইয়া বিচারেতে ও ন্যায়েতে তাহা এখন ও সদাকাল নিরূপণ ও স্থাপন করিবেন ; এব^ সৈন্যাধ্যক্ষ পরমেশ্বরের উদযোগেতে এই সকল সিদ্ধ হইবে । ৩ অনন্তর যে ২ মেষপালক ঐ প্রদেশের প্রান্তরে থাকিয়৷ রাত্ৰিযোগে আপন ২ পাল রক্ষার্থ প্রহরিকমু করিতেছিল, তাহাদের নিকটে পরমেশ্বরের এক দূত আলিয়া উপস্থিত হইল, এবং চতুস্পার্শ্বে পরমেশ্বরের তেজঃ প্রকাশিত হইল, তাহাতে তাহারা অতি শঙ্কাকুল হইলে সে দূত কহিল, ভয় করিও না, কারণ দেখ, যাহাতে তাবৎ লোকের আনন্দ হইবে, এমন সুসমাচার আমি তোমাদিগকে জানাইতেছি; ফলতঃ অদ্য দায়ুদের নগরে তোমাদের নিমিত্তে ত্ৰাণকৰ্ত্ত অর্থাৎ অভিষিক্ত প্রভুজন্মিলেন। ৪ ১ যশ ৩২; ১,২। ২যিশ ৪২; ১। ৩ যিশ ৯ ; ৬,৭। ১ লুং , ৮১° ।