পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سراسری ۹ প্রবাসী—আষাঢ়, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড हैंiक्लिषणि cष नांषरब्रव्र भङ भजबू९ कब्रिब्र १ठब्रांब्रि कब्र হুইত, তাহাতে কোন ভুল নাই। মুলতানে নির্শ্বিত একটি হস্কৃগু ইট খাদ্যাদি রাখিবার প্রয়োজনে আরও অনেক প্রকার মাটির মালদা প্রভৃতি প্রস্তুত করা হয়। তারপর মাটির হক-কন্ধেও আছে। জল ও অন্তান্ত পানীয় রাখিবার জন্ত বিবিধ প্রকারের সোরাই তৈয়ারি হয়—শিল্পকলার দিক হইতে সেগুলি দর্শণীয়ও বটে। কুমারের চক্র বা চাক হইতে এইগুলি বিশেষ বিশেষ কৌশলের সহিত তৈয়ারি হয়। দুই রকমের চাক আছে ; রাম চাক—যাহা হাত দিয়া ঘুরান হয় ; চাক লড় কি— পাদান সংযুক্ত চাক । - ইষ্টক নিৰ্ম্মাণ এই শিল্পের একটি বিশেষ প্রয়োজনীয় শাখা । ইহা ছাচ দ্বারা প্রস্তুত করিতে হয় । - (খ ) তাওয়ালপুর এবং জহরের একপ্রকার উৎকৃষ্ট শ্রেণীর ( চিকণের কাজ নয় ) কাজ। জিনিষগুলি বেশ হাস্ক-সেইজন্ত সেগুলিকে ‘কাগৃজি’ নামে অভিহিত করা হয় । (গ) চিকণের কাজ করা মাটির জিনিষ । ইহা ছুই উদ্দেশ্বে স্থই ভাবে প্রস্তুত হয়—খাদ্যাদি রাখিবার জন্ত সাধারণ ভাবে এবং গৃহ-সজ্জার জন্ত চিত্রবিচিত্র নক্সা কাটিয়া। প্রথম শ্রেণীর উদাহরণ—*মার্তাবন" বা জালা । কিশের কাজ করা জিনিষগুলিকে স্থানীয় ভাষায় "রঘুন্থনি বর্তন” বলা হয়। নীলাভ সবুজ এবং স্বচ্ছ সোরা বা ক্ষার জাতীয় দ্রব্যের লেপ দিয়া এই চিকণের কাজ করা হয়। ইহ দেখিতে বেশ পছন্দসই এবং ইহার মধ্য হইতে চমৎকার একরূপ জর্দা আভার আভাস পাওয়া যায়। এই কাজে মধ্যে মধ্যে লাল রঙ ও ব্যবহৃত হয় । মুলতানের চিকণের কাজেও বিশেষত্ব আছে। এই কাজকে ‘কাসি’র কাজ বলা হয়। যদিও কারিগররা প্রাচীন কালের তুলনায় অনেক অংশেই হীন হইয়া পড়িয়াছে, তথাপি এখনো ইহারা চমৎকার জিনিষ তৈয়ারি করে । (ঘ) মাটির খেলনা, পুতুল প্রভৃতি। এইসব প্রস্তুত করিবার কাজে ইহারা আগ্রা বা লক্ষ্মেীয়ের সমান না হইলেও একেবারে আনাড়িও নয়। প্রায় প্রতি মেলাতেই একশত টাকার উপরও ইহার কাটতি হয়। দুঃখের বিষয়, বিদেশী সস্তা মালের প্রতিযোগিতায় এই ব্যবসা অনেকটা শিথিল হইয়া পড়িয়াছে। লাহোরের দুর্গের একটি চিত্রিত টালি খেলনা ও পুতুল দুই রকমে তৈয়ারি হয়-হাতে ছাঁচে। ছাচেই ভালো হয়। গড়িবার পর খড়িয়া খড়িমাটির প্রলেপ দেওয়া হয়। তার পর রজনের । ब्र७ ७णिब्रां ८णहे ब्रt७ ठेश फ़िबिठ झग्न । अप्नक পাতলা দস্ত বা রূপার পাতেও মোড়া হয় ।