পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] আরাতাম NVG লোবান চুপ করিয়া রছিলেন, কোন কথা কহিলেন নী । - o ফারেজ লোবানের আরও কাছে জাসিয়া বসিলেন। কণ্ঠের স্বর নামাইয় কছিলেন—আমাদের কথা আর কেহ শুনিতে পাইবে না ত? আর কেহ ত এখানে আসিয়া উপস্থিত হইবে না ? আসিবার মধ্যে এক বাষ্টী, কিন্তু তাহাকে বারণ করা যায় না। লোবান বলিলেন, এখানে কেহ নাই। যদি কেহ আসে ত বিশ্বস্ত লোক, আপনি যাহা বলিতে ইচ্ছা করেন নিৰ্ভয়ে বলুন। —রত্ন-বণিক উজালের সহিত আপনার দেখা হইয়াছিল ? —হইয়াছিল। –কিছু কথাবাৰ্ত্ত হইয়াছিল ? —সামান্ত, স্পষ্ট কোন কথা হয় নাই। --সে শত্রুপক্ষের লোক এমন পাইয়াছিলেন ? কোন . অভিাস —আমার সঙ্গে খোলাখুলি কথা হইয়াছিল। গালিমের আমি কি রকম বন্ধু এখন বুঝিতে পারিতেছেন ? দুই জনে অনেকক্ষণ পরস্পরের প্রতি চাহিয়া রহিলেন। উভয়ে উভয়ের মনোভাব বুঝিতে পারিলেন, কথার আবশ্বক इहेण न । কিছুক্ষণ পরে ফারেজ কছিলেন,—আরাতামার সম্বন্ধে । আপনার কি মত? —এ কথা জিজ্ঞাসা করিতেছেন কেন ? —গালিমের বিয়য়ে আপনার যেমন ভুল ধারণা ছিল আরাতামার সম্বন্ধেও সেইরূপ থাকিতে পারে। সেইজন্য আপনাকে স্পষ্ট করিয়া বলিতেছি যে, আরাতাম আমাকে অপমান করিয়াছেন এবং সে-অপমান আমি কখন ভুলিব না । —কিরূপ অপমান ? —সে কথা আপনাকে নাই বা বলিলাম। —জায়াতাম আমারও বিশেষ অনিষ্ট করিয়াছেন, যেমন করিয়া পারি তাহার প্রতিশোধ লইব । - —তাহা হইলে দেখিতেছি সকল বিষয়ে আপনার ও আমার এক মত। অতএয সকল কাজ আমাদের পরামর্শ করিয়া করা উচিত। —আমি তাঁহাতে রাজি আছি । —সুযোগ বুঝিয়া আমাদিগকে শত্রুর সঙ্গে যোগ দিতে হইবে, নহিলে আমাদের উদেহু পুর্ণ হইবে না। —আমারও সেই মত । —আমার বিশ্বাস রত্ন-বণিক উজাল ছদ্মবেশে এখানে আসিয়াছিল, আর সে সামান্ত চর নয়। তাহার সঙ্গে অথবা তাহার কোন লোকের সঙ্গে আমাদের আবার দেখা হইবে। যে পৰ্য্যন্ত আমাদিগকে এখানকার সমস্ত সন্ধান রাখিতে হইবে যাহাতে প্রয়োজন মত শত্রুপক্ষের সহায়তা করিতে পারি। —আমাদের নিজের যাহাতে কোন বিপদ না হয় সেবিষয়েও সাবধান থাকিতে হইবে। গালিম যদি ঘূণাক্ষরে কিছু জানিতে পারেন অথবা কোনরূপ সন্দেহ করেন তাহা হইলে আমাদের নিস্তার নাই। শত্রুর যে জয় হইবে এমন কথাও নিশ্চয় করিয়া বলা যায় না। যদি তাহীদের পরাজয় হয় তাহা হইলে কি করিবেন আপনি ভাবিয়া দেখিয়াছেন ? -শত্রু একবার এখানে আসিলে রাজ শিশেয়ার জয়ের কোন আশা নাই। কিন্তু আপনি যখন এ কথার উল্লেখ করিতেছেন তখন এ বিষয় অবশ্য ভাবিয়াছেন। যদি আরাদের পরাজয় হয় তাহা হইলে আপনি কি করিবেন ? —আমাদের এ দেশ ছাড়িতে হইবে। আবশ্বক মত পলায়নের পথ মুক্ত রাখিতে হইবে। -সে ব্যবস্থা আমি করিব । কতক লোক আমাদের পক্ষে আছে, আমি দল-পুষ্টির চেষ্টায় আছি। —অধিক লোক জানিলে কথ। প্রকাশ হইবার আশঙ্কা আছে । * —যাহারা আমাদের সঙ্গে জড়িত সকলেরই তুল্য অবস্থা। তাছা ছাড়া, কেহ কোন প্রমাণ দেখাইতে পারিবে না। এইরূপে ফারেজ ও লোবান মিলিত হইয়া পাকচক্র করিতে লাগিলেন।