পাতা:প্রবাসী (অষ্টবিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৫৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NV8 প্রবাসী—শ্রোবণ, ১৩৩৫ [ ২৮শ ভাগ, ১ম খণ্ড


S AAAA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS

—নগরে স্বত লোক আছে সকলের উপর আমাদের সমান ক্ষমতা, আপনি বিদেশী বলিয়া এড়াইতে পরিবেন না। এখন যুদ্ধ আরম্ভ হইয়াছে। আমরা শুধু দুই পক্ষ জানি, শত্রুপক্ষ আর মিত্রপক্ষ, তৃতীয় কোন পক্ষ মানি না। গালিম চলিয়া গেলেন । দুই দও পরে একজন সৈনিক জাসিয়া লোবানকে পরুষভাবে বলিল,—নগর-সেনাপতির আদেশ, আপনি এ নগর ত্যাগ করবেন না, তাল হইলে रुमौ इहे८वन । লোবান মনে মনে অত্যন্ত রাগ করিতেন, কিন্তু মুখে কিছু প্রকাশ করিতে পারিলেন না। আরাতাম চলিয়া যাওয়াতে লোবান ও বাষ্ট্ৰীয় দেখাসাক্ষাতে কোনরূপ বাধা বা সঙ্কোচ রহিল না। উরীম বড়-একটা বাড়ী থাকিত না, নগর-রক্ষার জন্ত কোথায় কি আয়োজন হইতেছে দেখিয়া বেড়াইত। বাষ্ঠী কোথায় যায়-আসে প্রহরীরা কখন জিজ্ঞাস করিত না। আরাতাম নাই জানিয়া লোবান মনে করিতেছিলেন, একদিন আরাতামার বাড়ী উত্তমরূপ খুজিয়া দেখিবেন যদি লুকায়িত রত্নসমূহের কোন সন্ধান পাওয়া যায়। আরাতান স্ত্রীলোক হইয়াও যুদ্ধক্ষেত্রে গিরাছেন, সেখানে হীরামুক্ত কেমন করিয়া এইয়া বাইবেন ? তিনি নিশ্চিত বাড়ীতেই কোথাও গোপন করিয়া রাখিয়া থাকিবেন, উত্তমরূপে অন্বেষণ করিলে পাওয়া যাইতে পায়ে। র্তাহার প্রস্তাব শুনিয়া যাষ্টাও সন্মত হইয়াছিল। আরাতামার অনুপস্থিতিতে তাহায়ও সাহস বাড়িয়াছিল। লোবানকে বলিল,—তোমার যখন ইচ্ছা হয় আসিও। প্রহরীরা জিজ্ঞাসা করিলে বলিব, তুমি জারাতামার বন্ধু, আমাদের সকলের পরিচিত, তোমাকে কেহ নিষেধ করিতে পারে না। লোৰান একদিন আরাতামার বাড়ী যাইবেন স্থির করিতেছেন, এমন সময় সৈনিক জাসিয়া ঠালকে গালিমের আদেশ শুনাই৷ গেল। বাষ্ট্ৰী আসিলে লোৰান তাহাকে বলিলেন-নগর হইতে বাহিরে যাইবার পথ বন্ধ হইয়াছে। -८कन ? -গালিম বলিয়া পাঠাইয়াছেন নগরের বাহিরে যাইবার চেষ্টা করিলে তিনি আমাকে বন্দী করিকেন । সকল কথা শুনিয়া বাক্ট কছিল, তুমি সৈনিক হও না কেন ? —গালিমের ভয়ে ? এখন স্বীকার করিলে গালিম মনে করিবে তাহার ভয়ে সৈনিক হইতে চাহিতেছি। —করে করুক । कड সুবিধা বিবেচনা করিয়া দেখ । সৈনিক হইলেই তুমি একটা পদ পাইবে, আরাতামার বাড়ী যখন ইচ্ছা যাইতে পারিবে, কেহ কোন কথা বলিবে না। তাহার পর যপন ইচ্ছা আমরা নগর পরিত্যাগ করিতে পারি, কেহ কোন সন্দেহ করিবে না। —তাহার পর আমাকে ধরিবার জন্ত সৈন্ত ছুটিবে। তখন দেখা যাইবে । শত্রুর দলে মিশিতে কতক্ষণ ? ভাবিয়া-চিন্তিয়া লোবান নাগরিক সৈন্তদলে ভুক্ত হইলেন। গালিম সংবাদ পাইয় পূর্বের আদেশ প্রত্যাহার করিলেন, অপর দৈনিকদিগের মত লোবান যেখানে ইচ্ছ। যাইতেন, পিছনে প্রহরী থাকিত না। ফারেজ দেপিলেন, এতদিন পরে লোবান সৈনিক হইয়াছেন। তিনি সময় বুঝিয়া :একদিন সন্ধ্যার পর লোবানের সঙ্গিত সাক্ষাৎ করিতে গেলেন । দুই চারিটা অস্ত কথার পর ফারেজ জিজ্ঞাসা করিলেন —আপনি এতদিন নগররক্ষার জন্ত নাগরিক সৈন্তদলে প্রবেশ করেন নাই কেন ? * - --আমি বিদেশী, কোন পক্ষেই আমার অস্ত্ৰধারণ কর। উচিত নয় বলিয়া যোগ দেই নাই। --তবে এখন কেন সৈনিক হইয়াছেন ? —সে অনেক কথা । আপনাকে বলিয়া কি হইবে ? —জাপনি মনে করিতেছেন গালিম আমার বন্ধু, আমার কাছে কোন কথা প্রকাশ করিলে তঁহার কানে উঠিবে। —সেও একটা কারণ বটে। —গালিমের সঙ্গে আমার বন্ধুত্ব মৌখিক, আমি ক্ষে ইচ্ছা করিয়া তাহার সৈনিকের দলে প্রবেশ করিয়াছি এরূপ বিবেচনা করিবেন না।